TRENDING:

Durga Puja 2024:বাজেটে কাটছাঁট! বন্যা পীড়িতদের পাশে চুঁচুড়ার এই পুজো কমিটি

Last Updated:

চুঁচুড়া কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোর বাজেট থেকে কাটছাঁট করে সেই টাকা তারা ব্যবহার করছেন বন্যা দুর্গত মানুষদের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চুঁচুড়া কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব প্রতি বছরই মানুষের মন জয় করে তাদের অভিনব মন্ডপ সজ্জা ও প্রতিমা নির্মাণের জন্য। এই বছরও হবে না তার ব্যতিক্রম। ৬৭ তম বর্ষে এবারে তাদের নিবেদন প্যারিসের অপেরা হাউস। যা আবারও মন জয় করবে বহু মানুষের। তবে শারদ উৎসবের আগেই পুজো কর্তৃপক্ষ মন জয় করেছে বহু মানুষের কারণ তাদের পুজোর বাজেট থেকে কাটছাঁট করে সেই টাকা তারা ব্যবহার করছেন বন্যা দুর্গত মানুষদের জন্য।
advertisement

আরও পড়ুন: বাংলাদেশের শিল্পী হাতে তৈরি হচ্ছে চুঁচুড়ার নবীন সংঘের পুজো মন্ডপ

ডিভিসির লাগাম ছাড়া জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে হুগলির বহু এলাকা। কয়েক হাজার মানুষজন তারা গৃহহীন। তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে চুঁচুড়া কারবালা পুজো কমিটির সদস্যরা। বিগত তিনদিন হুগলির পুড়শুড়া খানাকুল এলাকার বহু মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। কখনও রান্না করে খাবার নিয়ে পৌঁছেছেন তাদের কাছে। কখনও আবার শুকনো খাবার প্যাকেট বন্দি করে পৌঁছে দিয়ে এসেছেন বন্যা দুর্গত পীড়িত মানুষদের কাছে। তা হয়েছে পুরোটাই পুজোর বাজেটের কাটছাঁট করে।

advertisement

আরও পড়ুন: সাড়ে চারশো বছরের পুরনো চুঁচুড়ার হালদার বাড়ির দুর্গা পুজোর পরতে পরতে ইতিহাস

View More

এই বিষয়ে কারবালা মোড় বিবেকানন্দ রোডের পুজোর এক উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্ত বলেন, প্রতিবছরের মতন এই বছরও তারা জাঁকজমকপূর্ণ পুজো করছেন। তবে এই বছর তারা তাদের বাজেটের কিছু কাটছাট করেছেন। পুজোর পরে যে সমস্ত অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠান এবছর ছোটো করে হচ্ছে। সেই টাকা দিয়ে তারা ত্রাণ শিবির করেছেন। পুড়শুড়া খানাকুল আরামবাগ এই এলাকার বন্যা পীড়িত মানুষদের পাশে গিয়ে তারা দাঁড়ানোর চেষ্টা করেছেন। তিনি আরওজানান উৎসব সবাইকে নিয়েই হয় তাই আজ যারা বন্যায় ডুবে রয়েছে তাদের পাশে দাঁড়ানোটাও উৎসবের একটা অংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024:বাজেটে কাটছাঁট! বন্যা পীড়িতদের পাশে চুঁচুড়ার এই পুজো কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল