এই থিমের পিছনে রয়েছে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের সঙ্গে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা। অতর্কিতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তাতে ২২ জন নিরিহ পর্যটকের প্রাণ যায়। মহিলাদের সামনে তাঁদের স্বামীদের হত্যা করা হয়েছিল। তারপরই গোটা দেশবাসী থেকে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম।
আরও পড়ুন: ফুটবলার তৈরির কারখানা! উদীয়মান খেলোয়ারদের সামনে সুবর্ণ সুযোগ
advertisement
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার সমুচিত জবাব দিতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর নামে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস থেকে জঙ্গিদের গড়ে ঢুকে তাদের সবক শিখিয়ে এসেছে। অপারেশন সিঁদুরে মহিলা সেনা জওয়ানদের ভূমিকাও সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুজো কমিটির এবারের বাজেট প্রায় ২২ লক্ষ টাকা। বর্তমানে মণ্ডপ গড়ার কাজ চলছে জোরকদমে। শিল্পী এই থিম সম্পর্কে জানান, শাঁখা-পলা, সিঁদুর কৌটা, তলোয়ার সহ আরও বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হবে। সঙ্গে আলোকসজ্জা থাকছে।