TRENDING:

Murshidabad News: রেশন দুর্নীতির আঁচ পড়ল মুর্শিদাবাদে! উত্তাল পরিস্থিতি দোকানে দোকানে

Last Updated:

রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হতেই জেলার ডিলারদের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে আছেন। এই নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। এবার সেই দুর্নীতির আঁচ এসে পড়ল মুর্শিদাবাদে।
advertisement

আরও পড়ুন: কাকদ্বীপের হাসপাতালেও ডায়ালিসিস

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর এলাকায়। গ্রাহকদের দাবি, গোপালপুর গ্রামের রেশন ডিলার হাসিবুর রহমান ইচ্ছাকৃতভাবে রেশনে কম সামগ্রী দিচ্ছে। ডিলারকে বারংবার বলার পরেও সরকার নির্ধারিত খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে সঠিকভাবে রেশন সামগ্রী দেওয়া হয়।

advertisement

কদিন আগে এই রেজিনগরের‌ই মরাদিঘি উত্তরপাড়ায় একই অভিযোগে রেশন ডিলার সামিউল রেজাকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। উল্লেখ্য রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হতেই জেলার ডিলারদের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রেশন দুর্নীতির আঁচ পড়ল মুর্শিদাবাদে! উত্তাল পরিস্থিতি দোকানে দোকানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল