আরও পড়ুন: কাকদ্বীপের হাসপাতালেও ডায়ালিসিস
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর এলাকায়। গ্রাহকদের দাবি, গোপালপুর গ্রামের রেশন ডিলার হাসিবুর রহমান ইচ্ছাকৃতভাবে রেশনে কম সামগ্রী দিচ্ছে। ডিলারকে বারংবার বলার পরেও সরকার নির্ধারিত খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে সঠিকভাবে রেশন সামগ্রী দেওয়া হয়।
advertisement
কদিন আগে এই রেজিনগরেরই মরাদিঘি উত্তরপাড়ায় একই অভিযোগে রেশন ডিলার সামিউল রেজাকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। উল্লেখ্য রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হতেই জেলার ডিলারদের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।
কৌশিক অধিকারী






