আরও পড়ুন: কোটি টাকা ব্যয়ে তৈরি হিমঘর ২১ বছর ধরে তালা বন্ধ!
জানা গিয়েছে, রেলের তরফে নবদ্বীপ রেলগেট থেকে রেল গুমটি পর্য়ন্ত প্রায় ৪০ ফুট রাস্তা সম্প্রসারণ করা হবে। এর মাঝে ডিভাইডারও থাকবে, সঙ্গে করা হবে একাধিক আধুনিকীকরণ। এই কারণে মঙ্গলবার সকালে রেলের জায়গায় গড়ে ওঠা দোকান ও হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। তা নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে স্থানীয় ব্যাবসায়ী তথা রেল হকারদের বচসাও বেঁধে যায়। শেষে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই আলোচনা শেষে তাঁরা জানন, রেল জানিয়েছে ৪০ ফুট রাস্তা সম্প্রসারণ করার পর যে জায়গা থাকবে সেখানে বয়াবসায়ীরা অস্থায়ী দোকান করে ব্যাবসা করতে পারবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও তৃণমূল নেতৃত্ব রেলের এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছে না বলে জানান হকাররা।আগামী দিনে যদি রেল তাদের কথা না রাখে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। এই জায়গায় কমবেশি ৫০০ মানুষের রুটি-রুজি জড়িয়ে আছে। এদিকে রেল জানিয়েছে, রাস্তা সম্প্রসারণ করলে যাত্রীদের প্রচুর উপকার হবে।
মৈনাক দেবনাথ