আরও পড়ুন- কোনও দিন বুড়ো হয় না, বয়স বাড়লেও আবার কমে যায়! জানেন কোন প্রাণী?
শনিবার রাত্রে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এবং বহির্বিভাগের বাইরের মেঝেতে নির্যাতিতার প্রতীকী ছবি এঁকে বিচার চেয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে মেঝেতে ফুটিয়ে তোলা হয়েছে ‘তিলোত্তমা’কে। আর তার উপরে লেখা আছে, “আর কবে”, অর্থাৎ ঘটনার ৩০ দিন পার। কিন্তু দোষীদের এখনও কোনও দৃষ্টান্তমূলক শাস্তি হল না। তাই তারা আর কবে লিখে বিচার চেয়েছে। নির্যাতিতার প্রতীকী ছবির নীচে “justice delayed is justice denied” লিখেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে দামী খাবার এই ‘কালো সোনা’! সবজি, মাছ বা মাংস নয়!…বলুন তো কী!
হাসপাতালের বহির্বিভাগের বাইরের মেঝেতে একজন নারীকে কয়েকটা কালো হাত গ্রাস করতে চলেছে এই চিত্র ফুটিয়ে তুলেছেন চিকিৎসকরা। আর তার নিচেই লেখা রয়েছে, “stop violence against women” ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আলপনা চরে বলেন, “এখনও আমরা বিচার পাইনি। যারা ঘটনার সঙ্গে জড়িত মূল দোষী তাদের এখনও ধরা হয়নি। আগেও আমাদের নিরাপত্তা ছিল না আর এখনও পর্যন্ত আমাদের সেভাবে কোনও নিরাপত্তা প্রদান করা হয়নি।”
বিচারের দাবিতে আজকে আমরা হাসপাতালে জরুরি বিভাগ এবং বিভাগের মেঝেতে ছবি একে প্রতিবাদ জানালাম। এখানে ছবি আঁকার একটাই উদ্দেশ্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরাও যেন জানতে পারে এখনও বিচার পাইনি আর জি কর”। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন , বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ ও আন্দোলন জারি থাকবে।
বুদ্ধদেব বেরা