২০১৮ সালে পুতরঙ্গি খালের উপর থাকা সেতু ভেঙে পড়েছে। তার পর থেকে হয়নি কোন ব্যবস্থা। সারাই তো দূরের কথা। প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থাও করা হয়নি। সেতু সারাইয়ের দাবিতে বিভিন্ন সময় রাস্তা অবরোধ করেছেন, কখনও বিভিন্ন প্রশাসনের দারস্থ হয়েছেন তারা। শুধু মিলেছে প্রতিশ্রুতি। সমাধান হয়নি কিছুই।
আরও পড়ুনঃ পুজোর মুখে নতুন জিএসটি, রাজ্যের প্রান্তিক এলাকায় কতটা মিলছে সুবিধা? জানুন তাদের প্রতিক্রিয়া
advertisement
প্রায় ৯টি গ্রামের বাসিন্দারা এবার একজোট হয়ে জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করেন। যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিশ্রুতি মেলার পরেই এই কর্মসূচি তুলেন তারা। জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই ব্রিজ নির্মাণের শুরু করা হবে। এই বিষয় নিয়ে গ্রামবাসীরা জানান, ব্রিজের কাজ যদি না হয় আগামী দিনের তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।
সাপধরা গ্রাম পঞ্চায়েতের ছোট চাঁদাবিলা গ্রাম-সহ ৮-১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ এই পুতরঙ্গি খালের উপর দিয়ে থাকা সেতু। যা ভেঙে পড়াই ভোগান্তিতে পড়েছে গ্রামের মানুষ। প্রায় ছয় বছর হতে চলল এখনও সেই ব্রিজ আজও নির্মাণ হয়নি। সরকার টাকা দিয়েছে অথচ সেই টাকা দিয়ে টেন্ডার না করেই টালবাহানা চলছে, যা নিয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। প্রশাসনের দ্বারস্থ হয়েও এতদিনে মেলানি কোন উত্তর। জামিয়া অভিযোগ করছেন গ্রামের মানুষ।।