TRENDING:

বহরমপুরে বিক্ষোভের মুখে অধীর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: বহরমপুরে বিক্ষোভের মুখে পড়লেন অধীর ৷ শ্রীগুরু পাঠশালা স্কুলে অধীরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ বহিরাগতদের জমায়েতের খবর পান অধীর ৷ খবর পেয়ে স্কুলে যান অধীর চৌধুরী ৷ সেই সময় তাকে ঘেরাও করে শুরু বিক্ষোভ দেখানো হয় ৷ তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ বলে অভিযোগ ৷ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷
advertisement

চার বারের সাংসদ। কিন্তু সকাল থেকে বহরমপুরের রাস্তায় ছুটে বেড়ালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বুথে বুথে দলীয় এজেন্টদের ঢোকাতে। বহরমপুরে বিভিন্ন জায়গায় কংগ্রেসকে এজেন্ট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই ভোট শুরুর আগেই বেরিয়ে পড়েন অধীর।

নিজেই উদ্যোগী হয়ে বুথে ঢোকাতে শুরু করেন কংগ্রেস এজেন্টদের। তিনিই সেন্ট্রাল ফোর্স। কেউ যেন ভয় না পায়। পোলিং এজেন্টদের বার্তা মরিয়া অধীরের। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস প্রার্থী। পাল্টা অভিযোগ উড়িয়ে অধীরকে কটাক্ষ মুর্শিদাবাদের জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহরমপুরে বিক্ষোভের মুখে অধীর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে