মৃত্যুর আগে হৃদয়স্পর্শী ভিডিও বার্তা ঘিরে এলাকায় তুমুল শোরগোল পরে গিয়েছে। ভিডিও বার্তায় ঠিক কী বলেছিলেন প্রোমোটার? গায়ে কাঁটা দেওয়া সেই বার্তা মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: সাপ ‘কোথায়’ সবচেয়ে ‘বেশি’ কামড়ায় জানেন…? চমকে উঠবেন শুনলেই, কনফার্মড!
বার্তায় ওই প্রোমোটার বলেন, “আমার জীবন আমি দেবই। আমার বোনকে, মাকে যেন বাড়ি থেকে বার করে দিবি না। আমার বোনটার বিয়ে দিয়ে দিস তোরা গোডাউনগুলো বিক্রি করে আর আমার মাকে কোথাও থাকার ঠাঁই করে দিও। মায়ের নামে কিছু টাকা রেখে দিও। আমি বাধ্য হয়ে এই কাজ করছি। আমার আর কিছু করার নেই। আমি এই দেনা শোধ করতে পারবও না। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াব?”
advertisement
এখানেই শেষ নয়, বারবারই তাঁর অসুখের কথাও বলেন রাকেশ। অসুস্থতা ও দেনার দায়ের কথা বার বারই উঠে আসে তাঁর ভিডিও বার্তায়। কয়েকজন বন্ধুর নাম উল্লেখ করার পাশাপাশি কাশি জেঠু নামে জনৈক ব্যক্তির টাকার চাপ নিয়েও নিজের অসহায়তার কথা বলেন ওই যুবক।
সূত্রের খবর, ভিডিও বার্তায় স্থানীয় এক চিকিৎসক কাশীনাথ মাইতির বিরুদ্ধে মিথ্যে কারণে টাকার চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন ওই প্রোমোটার। এরপরেই সেই অভিযোগে অভিযুক্ত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা। এরপরেই এলাকায় উত্তজনা বাড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।