সাপ 'কোথায়' সবচেয়ে 'বেশি' কামড়ায় জানেন...? চমকে উঠবেন শুনলেই, কনফার্মড!

Last Updated:
Snake Bite: সাপের ছোবলে এই দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ যাবৎ। তাই সাপ নিয়ে কিছু সাধারণ জ্ঞান থাকা আদতে উপকার। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া এমনই কিছু জিকে। সঙ্গে সঙ্গে রইল কিছু মজাদার ও তথ্যমূলক কার্যকরী সাধারণ জ্ঞানের উত্তর।
1/13
সাপ শুনলেই হাড়হিম হয়ে যায় শরীর। এই প্রাণীটিকে সামনে দেখলে ভয় পান না এমন মানুষ মেলা ভার। আর এই বর্ষা মানেই সেই সরীসৃপের উপদ্রব বাড়ে ভয়ঙ্কর ভাবে। অথচ সাপ কিন্তু বাস্তুতন্ত্রের অপরিহার্য্য এক প্রাণী। কিন্তু এই প্রাণীর অস্তিত্ব আসে পাশে টের পেলেও আমাদের বুক কাঁপতে শুরু করে ভয়ে।
সাপ শুনলেই হাড়হিম হয়ে যায় শরীর। এই প্রাণীটিকে সামনে দেখলে ভয় পান না এমন মানুষ মেলা ভার। আর এই বর্ষা মানেই সেই সরীসৃপের উপদ্রব বাড়ে ভয়ঙ্কর ভাবে। অথচ সাপ কিন্তু বাস্তুতন্ত্রের অপরিহার্য্য এক প্রাণী। কিন্তু এই প্রাণীর অস্তিত্ব আসে পাশে টের পেলেও আমাদের বুক কাঁপতে শুরু করে ভয়ে।
advertisement
2/13
আসলে সাপ সম্পর্কে অজ্ঞতাই এই ভয়ের আসল কারণ। এমনকি সাপ আদৌ বিষাক্ত না বিষহীন তা না বুঝেও আমরা ভয় পাই৷ আসলে অধিকাংশ মানুষই সাপ চেনার চেষ্টাতেই যান না৷ বুঝতে চান না সাপের প্রকৃতিগত বৈশিষ্ট। অথচ, সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সাধারণ জ্ঞান বাড়িয়ে নেওয়া খুবই জরুরি।
আসলে সাপ সম্পর্কে অজ্ঞতাই এই ভয়ের আসল কারণ। এমনকি সাপ আদৌ বিষাক্ত না বিষহীন তা না বুঝেও আমরা ভয় পাই৷ আসলে অধিকাংশ মানুষই সাপ চেনার চেষ্টাতেই যান না৷ বুঝতে চান না সাপের প্রকৃতিগত বৈশিষ্ট। অথচ, সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সাধারণ জ্ঞান বাড়িয়ে নেওয়া খুবই জরুরি।
advertisement
3/13
সাপের ছোবলে এই দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ যাবৎ। তাই সাপ নিয়ে কিছু সাধারণ জ্ঞান থাকা আদতে উপকার। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া এমনই কিছু জিকে। সঙ্গে সঙ্গে রইল কিছু মজাদার ও তথ্যমূলক কার্যকরী সাধারণ জ্ঞানের উত্তর।
সাপের ছোবলে এই দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ যাবৎ। তাই সাপ নিয়ে কিছু সাধারণ জ্ঞান থাকা আদতে উপকার। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া এমনই কিছু জিকে। সঙ্গে সঙ্গে রইল কিছু মজাদার ও তথ্যমূলক কার্যকরী সাধারণ জ্ঞানের উত্তর।
advertisement
4/13
প্রশ্ন : সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী করা উচিত?প্রথমেই আমাদের সকলেরই জানা উচিত, কোনও মানুষ সাপে ছোবল মারলে সেই ব্যক্তির সঙ্গে বিন্দুমাত্র পরীক্ষা নিরীক্ষা না করে, ক্ষতস্থানের কিছুটা উপরের দিকে কষে একটা কাপড় বেঁধে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া৷ এছাড়াও সাপের কামড়ের ক্ষেত্রে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
প্রশ্ন : সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী করা উচিত?
প্রথমেই আমাদের সকলেরই জানা উচিত, কোনও মানুষ সাপে ছোবল মারলে সেই ব্যক্তির সঙ্গে বিন্দুমাত্র পরীক্ষা নিরীক্ষা না করে, ক্ষতস্থানের কিছুটা উপরের দিকে কষে একটা কাপড় বেঁধে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া৷ এছাড়াও সাপের কামড়ের ক্ষেত্রে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
advertisement
5/13
প্রশ্ন: ভারতে কত রকমের বিষাক্ত সাপ আছে?ভারতে চার ধরনের বিষাক্ত সাপ আছে। সাপ বিষধর, বিষহীন দুই-ই হতে পারে৷ বিষহীন সাপের ছোবলে কারও মৃত্যু হয় না৷ শুধু তাই নয়, খুব কমই এমন বিষধর সাপ রয়েছে, যার ছোবলে মানুষের মৃত্যু হয়৷ বাকি সচেতন থাকলে, সঠিক সময়ে চিকিৎসা করালেই কাটে বিপদ৷
প্রশ্ন: ভারতে কত রকমের বিষাক্ত সাপ আছে?
ভারতে চার ধরনের বিষাক্ত সাপ আছে। সাপ বিষধর, বিষহীন দুই-ই হতে পারে৷ বিষহীন সাপের ছোবলে কারও মৃত্যু হয় না৷ শুধু তাই নয়, খুব কমই এমন বিষধর সাপ রয়েছে, যার ছোবলে মানুষের মৃত্যু হয়৷ বাকি সচেতন থাকলে, সঠিক সময়ে চিকিৎসা করালেই কাটে বিপদ৷
advertisement
6/13
প্রশ্ন: বাথরুমে খালি বালতি কেন রাখা উচিত নয়?উত্তর: বাথরুমে খালি বালতি বাস্তু ত্রুটির কারণ হতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে। অতএব, যদি আপনি জল ভর্তি বালতি রাখতে না চান, তাহলে এটি উল্টে রাখুন।
প্রশ্ন: বাথরুমে খালি বালতি কেন রাখা উচিত নয়?
উত্তর: বাথরুমে খালি বালতি বাস্তু ত্রুটির কারণ হতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে। অতএব, যদি আপনি জল ভর্তি বালতি রাখতে না চান, তাহলে এটি উল্টে রাখুন।
advertisement
7/13
প্রশ্ন: সাপ দিনের কত ঘণ্টা ঘুমিয়ে কাটায়?তথ্য অনুযায়ী, ঘুমের দিক থেকে সাপরা মানুষের চেয়ে অনেক এগিয়ে। আসলে, সাপ সাধারণত দিনে ১৬ ঘণ্টা অর্থাৎ ২৪ ঘণ্টা ঘুমায়। এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় পাওয়া বিশালাকার অজগর সাপ ১৮ ঘণ্টা টানা ঘুমায়।
প্রশ্ন: সাপ দিনের কত ঘণ্টা ঘুমিয়ে কাটায়?
তথ্য অনুযায়ী, ঘুমের দিক থেকে সাপরা মানুষের চেয়ে অনেক এগিয়ে। আসলে, সাপ সাধারণত দিনে ১৬ ঘণ্টা অর্থাৎ ২৪ ঘণ্টা ঘুমায়। এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় পাওয়া বিশালাকার অজগর সাপ ১৮ ঘণ্টা টানা ঘুমায়।
advertisement
8/13
প্রশ্ন: সাপ কীসে ভয় পায়?সাপ তীব্র গন্ধে সবচেয়ে বেশি ভয় পায়। আদা, রসুন ও ফিনাইলের গন্ধযুক্ত স্থান থেকে সাপ দূরে থাকে। একই সময়ে, উজ্জ্বল আলো তার দেখার ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় উজ্জ্বল আলোর কারণে সাপও অন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তারা এ নিয়েও আতঙ্ক বোধ করছেন। আবার হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সাপও ভয় পায়।
প্রশ্ন: সাপ কীসে ভয় পায়?
সাপ তীব্র গন্ধে সবচেয়ে বেশি ভয় পায়। আদা, রসুন ও ফিনাইলের গন্ধযুক্ত স্থান থেকে সাপ দূরে থাকে। একই সময়ে, উজ্জ্বল আলো তার দেখার ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় উজ্জ্বল আলোর কারণে সাপও অন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তারা এ নিয়েও আতঙ্ক বোধ করছেন। আবার হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সাপও ভয় পায়।
advertisement
9/13
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধটি কতদিন স্থায়ী হয়েছিল?উত্তর: মাত্র ৩৮ মিনিট স্থায়ী এই যুদ্ধটি ব্রিটিশ সাম্রাজ্য এবং পূর্ব আফ্রিকান দ্বীপপুঞ্জের জাঞ্জিবার সালতানাতের মধ্যে সংঘটিত হয়েছিল।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধটি কতদিন স্থায়ী হয়েছিল?
উত্তর: মাত্র ৩৮ মিনিট স্থায়ী এই যুদ্ধটি ব্রিটিশ সাম্রাজ্য এবং পূর্ব আফ্রিকান দ্বীপপুঞ্জের জাঞ্জিবার সালতানাতের মধ্যে সংঘটিত হয়েছিল।
advertisement
10/13
প্রশ্ন: সাপ শরীরে কোন অংশ দিয়ে নিঃশ্বাস নেয়?মজার বিষয় হল, সাপের চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ সেই রাসায়নিকই জিভের সাহায্যে ‘সেন্স’ করে মুখে থাকা স্নায়ু মারফত ‘সিগনাল’ মস্তিষ্কে পাঠায় সাপ৷ তবেই সেই গন্ধটি কিসের, সেটা বুঝতে পারে৷ এই গোটা পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ট্রোপোট্যাক্সিস৷
প্রশ্ন: সাপ শরীরে কোন অংশ দিয়ে নিঃশ্বাস নেয়?
মজার বিষয় হল, সাপের চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ সেই রাসায়নিকই জিভের সাহায্যে ‘সেন্স’ করে মুখে থাকা স্নায়ু মারফত ‘সিগনাল’ মস্তিষ্কে পাঠায় সাপ৷ তবেই সেই গন্ধটি কিসের, সেটা বুঝতে পারে৷ এই গোটা পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ট্রোপোট্যাক্সিস৷
advertisement
11/13
প্রশ্ন: ভারতের কোন নদী ভূগর্ভস্থ প্রবাহিত?উত্তর: সরস্বতী নদী ভূগর্ভস্থ প্রবাহিত। ভারতের সরস্বতী নদী ভূগর্ভস্থভাবে প্রবাহিত, কারণ অনেক তত্ত্ব এবং গবেষণা ইঙ্গিত দেয় যে এটি আদি বদ্রি থেকে কচ্ছ পর্যন্ত ভূগর্ভস্থ পথে প্রবাহিত হচ্ছে। যদিও এটি একটি প্রতিষ্ঠিত ঘটনা নয় এবং দীর্ঘদিন ধরে বিতর্কিত, তবে এর ভূগর্ভস্থ প্রবাহের ধারণাটি প্রচলিত আছে।
প্রশ্ন: ভারতের কোন নদী ভূগর্ভস্থ প্রবাহিত?
উত্তর: সরস্বতী নদী ভূগর্ভস্থ প্রবাহিত। ভারতের সরস্বতী নদী ভূগর্ভস্থভাবে প্রবাহিত, কারণ অনেক তত্ত্ব এবং গবেষণা ইঙ্গিত দেয় যে এটি আদি বদ্রি থেকে কচ্ছ পর্যন্ত ভূগর্ভস্থ পথে প্রবাহিত হচ্ছে। যদিও এটি একটি প্রতিষ্ঠিত ঘটনা নয় এবং দীর্ঘদিন ধরে বিতর্কিত, তবে এর ভূগর্ভস্থ প্রবাহের ধারণাটি প্রচলিত আছে।
advertisement
12/13
প্রশ্ন-শরীরের কোন অংশে সাপ সবচেয়ে বেশি কামড়ায়?সাপের কামড় বেশিরভাগ ক্ষেত্রেই হাত, পা এবং গোড়ালিতে দেখা যায়। একটি সাপের কামড়ের পরে পরেই রেসিং হার্ট এবং অজ্ঞান বোধের লক্ষণগুলি খুব সাধারণ ভাবে দেখতে পাওয়া যায়।
প্রশ্ন-শরীরের কোন অংশে সাপ সবচেয়ে বেশি কামড়ায়?
সাপের কামড় বেশিরভাগ ক্ষেত্রেই হাত, পা এবং গোড়ালিতে দেখা যায়। একটি সাপের কামড়ের পরে পরেই রেসিং হার্ট এবং অজ্ঞান বোধের লক্ষণগুলি খুব সাধারণ ভাবে দেখতে পাওয়া যায়।
advertisement
13/13
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement