সাপ 'কোথায়' সবচেয়ে 'বেশি' কামড়ায় জানেন...? চমকে উঠবেন শুনলেই, কনফার্মড!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Snake Bite: সাপের ছোবলে এই দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ যাবৎ। তাই সাপ নিয়ে কিছু সাধারণ জ্ঞান থাকা আদতে উপকার। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া এমনই কিছু জিকে। সঙ্গে সঙ্গে রইল কিছু মজাদার ও তথ্যমূলক কার্যকরী সাধারণ জ্ঞানের উত্তর।
advertisement
advertisement
advertisement
প্রশ্ন : সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী করা উচিত?
প্রথমেই আমাদের সকলেরই জানা উচিত, কোনও মানুষ সাপে ছোবল মারলে সেই ব্যক্তির সঙ্গে বিন্দুমাত্র পরীক্ষা নিরীক্ষা না করে, ক্ষতস্থানের কিছুটা উপরের দিকে কষে একটা কাপড় বেঁধে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া৷ এছাড়াও সাপের কামড়ের ক্ষেত্রে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
প্রথমেই আমাদের সকলেরই জানা উচিত, কোনও মানুষ সাপে ছোবল মারলে সেই ব্যক্তির সঙ্গে বিন্দুমাত্র পরীক্ষা নিরীক্ষা না করে, ক্ষতস্থানের কিছুটা উপরের দিকে কষে একটা কাপড় বেঁধে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া৷ এছাড়াও সাপের কামড়ের ক্ষেত্রে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশ্ন: সাপ কীসে ভয় পায়?
সাপ তীব্র গন্ধে সবচেয়ে বেশি ভয় পায়। আদা, রসুন ও ফিনাইলের গন্ধযুক্ত স্থান থেকে সাপ দূরে থাকে। একই সময়ে, উজ্জ্বল আলো তার দেখার ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় উজ্জ্বল আলোর কারণে সাপও অন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তারা এ নিয়েও আতঙ্ক বোধ করছেন। আবার হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সাপও ভয় পায়।
সাপ তীব্র গন্ধে সবচেয়ে বেশি ভয় পায়। আদা, রসুন ও ফিনাইলের গন্ধযুক্ত স্থান থেকে সাপ দূরে থাকে। একই সময়ে, উজ্জ্বল আলো তার দেখার ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় উজ্জ্বল আলোর কারণে সাপও অন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তারা এ নিয়েও আতঙ্ক বোধ করছেন। আবার হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সাপও ভয় পায়।
advertisement
advertisement
প্রশ্ন: সাপ শরীরে কোন অংশ দিয়ে নিঃশ্বাস নেয়?
মজার বিষয় হল, সাপের চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ সেই রাসায়নিকই জিভের সাহায্যে ‘সেন্স’ করে মুখে থাকা স্নায়ু মারফত ‘সিগনাল’ মস্তিষ্কে পাঠায় সাপ৷ তবেই সেই গন্ধটি কিসের, সেটা বুঝতে পারে৷ এই গোটা পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ট্রোপোট্যাক্সিস৷
মজার বিষয় হল, সাপের চেরা জিভ-ই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়৷ এই জিভের সাহায্যেই আসলে গন্ধ শোঁকে সাপ৷ গন্ধ আসলে একটি বা একাধিক উদ্বায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি৷ সেই রাসায়নিকই জিভের সাহায্যে ‘সেন্স’ করে মুখে থাকা স্নায়ু মারফত ‘সিগনাল’ মস্তিষ্কে পাঠায় সাপ৷ তবেই সেই গন্ধটি কিসের, সেটা বুঝতে পারে৷ এই গোটা পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ট্রোপোট্যাক্সিস৷
advertisement
প্রশ্ন: ভারতের কোন নদী ভূগর্ভস্থ প্রবাহিত?
উত্তর: সরস্বতী নদী ভূগর্ভস্থ প্রবাহিত। ভারতের সরস্বতী নদী ভূগর্ভস্থভাবে প্রবাহিত, কারণ অনেক তত্ত্ব এবং গবেষণা ইঙ্গিত দেয় যে এটি আদি বদ্রি থেকে কচ্ছ পর্যন্ত ভূগর্ভস্থ পথে প্রবাহিত হচ্ছে। যদিও এটি একটি প্রতিষ্ঠিত ঘটনা নয় এবং দীর্ঘদিন ধরে বিতর্কিত, তবে এর ভূগর্ভস্থ প্রবাহের ধারণাটি প্রচলিত আছে।
উত্তর: সরস্বতী নদী ভূগর্ভস্থ প্রবাহিত। ভারতের সরস্বতী নদী ভূগর্ভস্থভাবে প্রবাহিত, কারণ অনেক তত্ত্ব এবং গবেষণা ইঙ্গিত দেয় যে এটি আদি বদ্রি থেকে কচ্ছ পর্যন্ত ভূগর্ভস্থ পথে প্রবাহিত হচ্ছে। যদিও এটি একটি প্রতিষ্ঠিত ঘটনা নয় এবং দীর্ঘদিন ধরে বিতর্কিত, তবে এর ভূগর্ভস্থ প্রবাহের ধারণাটি প্রচলিত আছে।
advertisement
advertisement