বিক্ষোভকারীদের পক্ষে পূজা দেবনাথ জানিয়েছেন, 'গেরুয়া ত্যাগের প্রতীক,সনাতনীদের প্রতীক।সেই রংকে অসম্মান করা হচ্ছে। যা সনাতনীদের ভাবাবেগে আঘাত করছে। এটা বেশ কয়েক দশক ধরে চলছে। তাই তারই প্রতিবাদে এই বিক্ষোভ। বর্ধমানের কোনও সিনেমা হলেই আমরা 'পাঠান' ছবি চলতে দেবো না। যেখানেই এই ছবি চালানো হবে সেখানেই আমরা বিক্ষোভ দেখাবো।'
আরও পড়ুন: মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়
advertisement
বর্ধমান শহরের কার্জন গেটের সামনে ওই হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান' সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়। বিক্ষোভ শেষে 'বলিউড কিং' শাহরুখের কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা। সেইসঙ্গে 'পাঠান' সিনেমার পোস্টারেও আগুন লাগানো হয়।
যদিও এই বিক্ষোভের বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে গোটা বিষয়টিতে উদ্বেগ বাড়ছে সিনেমা হল মালিকদের। আগামী বছর 'পাঠান' অন্যতম ব্লকবাস্টার হতে পারে বলে তাঁদের আশা। কিন্তু বয়কটের হুমকিতে জন্য ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।
পাঠানের একটি গানে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া রংয়ের পোশাক নিয়ে বিতর্কের সূত্রপাত। তবে এখনও সিনেমাটি রিলিজ করেনি। সিনেমার গান দেখেই গো-বলয়ে 'বয়কট পাঠান' হ্যাশট্যাগ ভাইরাল হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও এই সিনেমা নিয়ে তোপ দেগেছেন।
