অন্তঃসত্ত্বা অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বারুইপুরের কুমারহাট এলাকার বাসিন্দা আনজুয়ারা খাতুন। ২৪ ফেব্রুয়ারি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসক পল্লব রায় তার চিকিৎসা করছিলেন ৷ তিনি মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন ৷ এরই মধ্যে হঠাৎ মহিলার তলপেটে ব্যথা হতে শুরু করে ৷
আরও পড়ুন: আরজি করের রেশ না মিটতেই কলকাতার রাস্তায় নার্সকে হেনস্থা! কুকীর্তির অভিযোগে ধৃত যুবক
advertisement
বিষয়টি জানালে চিকিৎসক কিছু ঔষধ দেন এবং নিয়মিত ড্রেসিং করার কথা বলেন ৷ সেই মতো নিয়মিত ড্রেসিং করা হয় ঐ হাসপাতালেই৷ কিন্তু তাতেও কোনও উপকার না হওয়ায় ২৭শে জুলাই আলট্রাসাউন্ড ও ইউএসজি করা হয় ৷ তাতে জানা যায় পেটের ভেতর অপারেশনের জিনিসপত্র রয়ে গিয়েছে , তার জেরেই ঘটেছে বিপত্তি ৷
আরও পড়ুন: মেট্রোয় স্বল্পবসনা নারীর ভিডিও করছিলেন যুবক! নজরে পড়তেই শাস্তি দিলেন মহিলা, দেখুন ভিডিও
হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অপারেশনে গাফিলতি এবং তারপরেও ভুল চিকিৎসার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায় ৷ ঘটনার পর অভিযুক্ত হাসপাতাল থেকে রোগীর নানান রিপোর্ট করা হলেও ভুল রিপোর্ট দেওয়া হয় বলেও অভিযোগ ৷ অবশেষে অন্যত্র চিকিৎসা করিয়ে বিষয়টি ধরা পড়ে ৷ ঘটনায় আনজুয়ারা দেবীর স্বামী আসিফ গাজি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ বারুইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অন্য দিকে, অভিযুক্ত বেসরকারি হাসপাতালের কাছে যাওয়া হলে কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন ৷ যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে কেউ কিছু বলতে রাজি হননি ৷