জেল সূত্রে জানা গিয়েছে, এদিন বহরমপুর সংশোধনাগারে আন্ডার ট্রায়াল প্রিজনার গণেশ রাজবংশী ছুরি নিয়ে অপর দু’জন বন্দির উপর হামলা চালান। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর আগে বিপদে ব্যবসায়ী-শিল্পীরা! প্রতিমা সাজিয়ে রাখলেও ক্রেতার দেখা নেই, শহরে কী হল?
advertisement
সংশোধনাগারের ভিতর এমন ঘটনা ঘটার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে পুলিশ।
এই বিষয়ে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, এদিন আন্ডার ট্রায়াল প্রিজনার ছুরি নিয়ে দু’জনের উপরে হামলা চালিয়েছেন। তিনি কীভাবে সংশোধনাগারের ভিতরে ছুরি পেলেন সেটা আমরা খতিয়ে দেখছি। একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। অপরজন এখন স্থিতিশীল রয়েছেন।