২০১৩ সালে রাজ্য সরকারের উদ্যোগে সীমান্ত এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার জন্য মতুয়া ধর্মগুরু পিআর ঠাকুরের নামে এই গভর্নমেন্ট কলেজের উদ্বোধন করা হয়েছিল। সেই কলেজেরই অধ্যক্ষের ভার সামলাচ্ছেন স্বপন সরকার। প্রকৃতিপ্রেমী এই অধ্যক্ষ ছাত্র-ছাত্রীসহ এলাকার মানুষদের সুন্দর পরিবেশ উপহার দিতেই কলেজের মধ্যে তৈরি করেছেন গ্রীন ক্লাব। স্বপনবাবুর সহ কলেজের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ও দেখভাল করেন এই রাজহাঁসগুলির। কলেজে চাষের সাক থেকে শুরু করে, ধান খাওয়ানো হয় হাঁসকে। ১০ বস্তা কলেজে উৎপন্ন হওয়া ধান তার সঙ্গে নিজের উদ্যোগে প্রিন্সিপাল আরও কুড়ি বস্তা ধান কিনেছেন এদের খাবারের বন্দোবস্ত করতে। আগামী দিনে আরও নানা পরিকল্পনা রয়েছে তাঁর।
advertisement
তবে আক্ষেপ, পড়ুয়াদের এই গ্রিন ক্লাবে আসার সদিচ্ছার অভাব রয়েছে। তবে আগামী দিনে যাতে পরিবেশকে সুন্দর করে তুলতে পড়ুয়ারা এগিয়ে আসেন তার চেষ্টা চালাবেন বলেও জানান তিনি।