TRENDING:

এবার নিগ্রহের শিকার প্রথম শ্রেণির ছাত্র! চন্দননগরের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ!

Last Updated:

School Teacher: চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, তবে অভিভাবকরা তাকে নির্দোষ দাবি করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চন্দননগর: চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ইংরেজি বিভাগ)-এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে চন্দননগর আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
News18
News18
advertisement

অভিযোগ, দুপুরে স্কুল চলাকালীন সময়েই ওই শিশুটিকে নির্জন ঘরে ডেকে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষক। ঘটনার কথা প্রথমে বাড়িতে এসে নিজের মতো করে জানায় শিশুটি। এরপরই অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেন।

ফ্লাইটে একেবারেই নিষিদ্ধ! পাইলট ও এয়ারহোস্টেসরা করতে পারেন না কোনও দিন! কারণ জানলে মাথা ঘুরে যাবে!

advertisement

মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!

প্রতীকী ছবি

ঘটনার খবর ছড়াতেই শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে ও থানার বাইরে জড়ো হন বহু ছাত্র ও অভিভাবক। তাঁদের দাবি, “প্রধান শিক্ষক সম্পূর্ণ নির্দোষ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।” তাঁদের আরও বক্তব্য, “উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কুলে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, শিক্ষার মান—সব কিছুতেই উন্নতি হয়েছে।”

advertisement

চন্দননগর থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্যাতিত শিশুর পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শিক্ষকদের একাংশ এখনও মুখ খুলতে নারাজ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করব না।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার নিগ্রহের শিকার প্রথম শ্রেণির ছাত্র! চন্দননগরের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল