অভিযোগ, দুপুরে স্কুল চলাকালীন সময়েই ওই শিশুটিকে নির্জন ঘরে ডেকে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষক। ঘটনার কথা প্রথমে বাড়িতে এসে নিজের মতো করে জানায় শিশুটি। এরপরই অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেন।
ফ্লাইটে একেবারেই নিষিদ্ধ! পাইলট ও এয়ারহোস্টেসরা করতে পারেন না কোনও দিন! কারণ জানলে মাথা ঘুরে যাবে!
advertisement
মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!
প্রতীকী ছবি
ঘটনার খবর ছড়াতেই শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে ও থানার বাইরে জড়ো হন বহু ছাত্র ও অভিভাবক। তাঁদের দাবি, “প্রধান শিক্ষক সম্পূর্ণ নির্দোষ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।” তাঁদের আরও বক্তব্য, “উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কুলে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, শিক্ষার মান—সব কিছুতেই উন্নতি হয়েছে।”
চন্দননগর থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্যাতিত শিশুর পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শিক্ষকদের একাংশ এখনও মুখ খুলতে নারাজ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করব না।”
