জাফিকুল ইসলামের একাধিক বিএড ও ডিএলএড কলেজ রয়েছে। ডিএলএড কলেজে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। এদিন বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর সিবিআই-এর তরফ থেকে একটি টাকা গোনার মেশিন নিয়ে আসা হয় জাফিকুল ইসলামের বাড়ি। ফোনে যোগাযোগ করা হলে জাফিকুল ইসলাম বলেন, ‘‘তাঁর বাড়িতে জমি বিক্রির ২৪ লক্ষ ১২ হাজার টাকা রয়েছে এবং সমস্ত ট্যাক্সও দেওয়া রয়েছে। তদন্তকারী আধিকারিকদের দলিলও দেখানো হয়েছে। তদন্তের স্বার্থে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।’’ যদিও মোট কত টাকা উদ্ধার হয়েছে তা সিবিআই সূত্রে জানা যায়নি।
advertisement
বৃহস্পতিবার ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই। সেই হানা দেওয়ার পর তৃণমূল বিধায়কের বাড়িতে বিকেলে টাকা গোনার মেশিন নিয়ে যান সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়! বুথ ফেরত সমীক্ষায় কার্যত উড়ে গেল কমলনাথের কংগ্রেস
জানা গিয়েছে, বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে জাফিকুলের বাড়ির শৌচাগার থেকে। তদন্তকারীদের একটি অংশের সূত্রে দাবি, বিধায়কের শোওয়ার ঘরেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকেও প্রচুর টাকা মিলতে পারে বলেই দাবি সিবিআইয়ের ওই সূত্রের।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ডোমকলের পাশাপাশি অন্যদিকে বড়ঞার কুলিতে সজল আনসারির বাড়ি হানা দেয় সিবিআই-এর তিন সদস্যের প্রতিনিধি দল। বাড়ির সামনে মোতায়েন ছিল কেন্দ্রীয়বাহিনী। জানা যায়, বড়ঞার কুলির অত্যন্ত প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তি সজল আনসারি। দু’টি বিএড কলেজের মালিক। এছাড়াও, একাধিক কলেজের অংশীদারি রয়েছে। এর আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ও বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অত্যন্ত ঘনিষ্ঠ এই সজল আনসারি। এই সজল আনসারিকে সিবিআই একাধিকবার তলব করলেও তিনি হাজিরা দেননি।
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
এদিন সজল আনসারি বাড়িতে না থাকলেও বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁর মা, বাবা ও ভাই চঞ্চল আনসারিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। চঞ্চল আনসারির মোবাইল ফোন সিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন প্রায় ৮ ঘণ্টা টানা তল্লাশি চলানোর পর বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছু ওএমআর সিট এবং একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। ডায়েরিতে একাধিক চাকরি প্রার্থীদের টাকা দেনলেনের কথা উল্লেখ রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।