TRENDING:

Primary TET Recruitment: 'অভিষেকের কথা শুনলে...', টেট আন্দোলনকারীদের সমস্যা নিয়ে বিধায়কের মন্তব্যে বিতর্ক

Last Updated:

Primary TET Recruitment: রবিবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য শাখার প্রীতি সম্মেলন ও কর্মীসভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: অভিষেকের কথা শুনে আন্দোলনকারীরা উঠে গেলে টেট উত্তীর্ণদের সমস্যা অনেক আগেই মিটে যেত। সে কথা না শুনে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বর্ধমান এমনই দাবি করলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।
টেট উত্তীর্ণদের সমস্যা নিয়ে যা বললেন...
টেট উত্তীর্ণদের সমস্যা নিয়ে যা বললেন...
advertisement

রবিবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য শাখার প্রীতি সম্মেলন ও কর্মীসভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রমুখ ও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : টেট উর্ত্তীর্ণের তালিকায় মমতা, অমিত শাহ, দিলীপ, শুভেন্দু... তোলপাড় রাজ্য! তালিকার 'সত্যতা' জানাল পর্ষদ

advertisement

নির্মল মাঝি বলেন, 'আন্দোলনকারীদের কাছে যেদিন অভিষেক গিয়েছিলেন সেদিন অভিষেকের কথা শুনে তাঁরা উঠে গেলে কবে এই সমস্যা মিটে যেত। এমনকি দিদিও (মমতা বন্দ্যোপাধ্যায়)নিজে বলেছিলেন ওদের চাকরি দিয়ে দেবেন। কিন্তু তারা শোনেননি। বামপন্থী আইনজীবীদের কথা শুনে কোর্টে চলে গেলেন। এখন কোর্ট যা করার করবে। দিদির ওপর ছেড়ে দিলে কবে হয়ে যেত।'

advertisement

আন্দোলন কারীদের সিপিএম-সহ বিরোধীরা পেছন থেকে ইন্ধন জুগিয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। নির্মল মাঝি বলেন,অনেক জায়গাতেই আন্দোলন হচ্ছে। ইট ছুড়ছে  পাথর ছুড়ছে, বোম ছুড়ছে। কিন্তু এখানে পুলিশ মার খেয়েও কোথাও কিছু করছে না।

আরও পড়ুন : 'কমিশনের' টাকা গুনে জেরবার জীবন! 'নুন-ভাত' খেয়ে অভিনব আন্দোলনে অ্যাপ ক্যাব চালকরা

advertisement

নির্মল মাঝির এই মন্তব্যের বিরোধিতা করেছে সিপিএম এবং বিজেপি। সিপিএমের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ হোসেন বলেন, যারা পরীক্ষা দিয়ে পাস করেও চাকরি পায়নি তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন? লোক হাসানোর জন্য ওরা এই কথা বলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, এই আন্দোলন শাসক দলকে ভয় পাইয়ে দিয়েছে। তাদের নেতাদের কথায় একটা পরিষ্কার। তিনি এখন কেন এখন এইসব কথা আগ বাড়িয়ে বলছেন? এতদিন ধরে আন্দোলন চলল তখন কেন রাজ্য সরকারের টনক নড়লো না তা তারা এখন ভেবে দেখুক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Primary TET Recruitment: 'অভিষেকের কথা শুনলে...', টেট আন্দোলনকারীদের সমস্যা নিয়ে বিধায়কের মন্তব্যে বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল