রবিবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য শাখার প্রীতি সম্মেলন ও কর্মীসভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রমুখ ও উপস্থিত ছিলেন।
advertisement
নির্মল মাঝি বলেন, 'আন্দোলনকারীদের কাছে যেদিন অভিষেক গিয়েছিলেন সেদিন অভিষেকের কথা শুনে তাঁরা উঠে গেলে কবে এই সমস্যা মিটে যেত। এমনকি দিদিও (মমতা বন্দ্যোপাধ্যায়)নিজে বলেছিলেন ওদের চাকরি দিয়ে দেবেন। কিন্তু তারা শোনেননি। বামপন্থী আইনজীবীদের কথা শুনে কোর্টে চলে গেলেন। এখন কোর্ট যা করার করবে। দিদির ওপর ছেড়ে দিলে কবে হয়ে যেত।'
আন্দোলন কারীদের সিপিএম-সহ বিরোধীরা পেছন থেকে ইন্ধন জুগিয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। নির্মল মাঝি বলেন,অনেক জায়গাতেই আন্দোলন হচ্ছে। ইট ছুড়ছে পাথর ছুড়ছে, বোম ছুড়ছে। কিন্তু এখানে পুলিশ মার খেয়েও কোথাও কিছু করছে না।
আরও পড়ুন : 'কমিশনের' টাকা গুনে জেরবার জীবন! 'নুন-ভাত' খেয়ে অভিনব আন্দোলনে অ্যাপ ক্যাব চালকরা
নির্মল মাঝির এই মন্তব্যের বিরোধিতা করেছে সিপিএম এবং বিজেপি। সিপিএমের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ হোসেন বলেন, যারা পরীক্ষা দিয়ে পাস করেও চাকরি পায়নি তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন? লোক হাসানোর জন্য ওরা এই কথা বলছে।
বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, এই আন্দোলন শাসক দলকে ভয় পাইয়ে দিয়েছে। তাদের নেতাদের কথায় একটা পরিষ্কার। তিনি এখন কেন এখন এইসব কথা আগ বাড়িয়ে বলছেন? এতদিন ধরে আন্দোলন চলল তখন কেন রাজ্য সরকারের টনক নড়লো না তা তারা এখন ভেবে দেখুক।