বলরামপুরের দাঁতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন দিলীপ মণ্ডল। মঙ্গলবার সকালে তিনি স্কুলের মিড ডে মিলের ভাঁড়ার ঘর খুলে সেখান থেকে দুই বস্তা অর্থাৎ এক কুইন্টাল চাল নিজের বাড়িতে পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, এই চাল পাচারের জন্য একটি টোটো ডেকে এনেছিলেন প্রধান শিক্ষক। তারপর স্কুলের মিড ডে মিলের চালের বস্তা দুটি সেই টোটোতে তুলে নিজের বাড়িতে পৌঁছে দিতে বলেন। কিন্তু গ্রামবাসীরা হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। এমনকি গ্রামবাসীদের জেরার মুখে পড়ে টোটো চালক গোটা বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, মোটর ভ্যানের ধাক্কায় রাস্তাতেই শেষ পঞ্চম শ্রেণির ছাত্রী
এদিকে টোটো চালকের স্বীকারোক্তি বা গ্রামবাসীদের অভিযোগ সবই উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক দিলীপ মণ্ডল। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। যদিও গ্রামবাসীরা তাঁদের অভিযোগেই অনঢ় আছেন।
আরও পড়ুন: হোটেল ঘিরে কয়েকশো জনতা! এক যুবকের জন্য উত্তপ্ত ভুটান সীমান্তের জায়গাঁ
অন্যদিকে বলরামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সেবা মাহাতো জানিয়েছেন, এখনও পর্যন্ত গ্রামবাসীদের পক্ষ থেকে মিড ডে মিল পাচার সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে গোটা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।