জানা যায়, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার কয়েক মাস পর ফের মুর্শিদাবাদে সিবিআই প্রতিনিধি দল। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার হানা দিল সিবিআই আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতি মামলায় জাফিকুল জড়িয়ে আছেন কী না তার তদন্তেই এদিন সকালে ডোমকলে আসেন তারা। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। ওই একই সময়ে তিন জায়গায় তল্লাশি চালাতে জেলায় পৌঁছেছে সিবিআই টিম।
advertisement
বড়ঞার কুলিতে ব্যবসায়ী সজল আনসারি ওরফে ঝন্টু শেখের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। ঝন্টু শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ঝন্টুর একাধিক বিএড কলেজ আছে বলে জানা যাচ্ছে। বড়ঞার কুলি এলাকায় অবস্থিত আল হিলাল মিশন টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট বিএড অ্যান্ড ডি এল এড কলেজ।
এছাড়াও রয়েছে আল হিলাল মিশন বালিকা মুর্শিদাবাদ। এই দুটি স্কুল ও কলেজ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল ১০ টায় মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে বিএড কলেজ মালিকের বাড়িতে হানা দিল CBI এদিন সজল আনসারি বাড়িতে ৩ সদস্যের প্রতিনিধি দল তল্লাশি ও জিজ্ঞাসাদ চালাচ্ছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা। বাড়ির সামনে দাঁড়িয়ে PRESS লেখা গাড়ি। এনিয়েও জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, দুটি বিএড কলেজের মালিক সজল আনসারি। এছাড়াও একাধিক কলেজের মালিকানা রয়েছে বলে সূত্রের খবর। প্রচুর সম্পত্তির মালিক সজল আনসারি। কুন্তুলকে জেরা করেই সজল আনসারীর সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে সিবিআই সূত্রে খবর। ঝন্টুর সঙ্গে জেলবন্দি মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহারও ঘনিষ্ঠতা ছিল বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী