পূর্ব বর্ধমানের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দেখলে মনে হবে যেন ভূতুড়ে বাড়ি। স্থানীয় বাসিন্দা প্রিয়ব্রত ঘোষ, সাহেব দেবনাথ’রা জানান, আগে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে ভাল পরিষেবা পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেরকম পরিষেবা পাওয়া যায় না। এই এলাকা অনেকটা বড়, বহু মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্র একরকম বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা একদম ভগ্নপ্রায়। আমরা চাইছি অতি সত্ত্বর এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উন্নতি হোক। তাহলে বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুন: জলের সমস্যা মেটাতে কী পদক্ষেপ পুরুলিয়া পুরসভার?
একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসবও হত। তবে এখন সেই সবকিছুই বন্ধ। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত এখানে চিকিৎসক আসেন না। আগে যে ধরনের পরিষেবা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যেত এখন সেটা আর পাওয়া যায় না। স্বাস্থ্যকেন্দ্রের চারিদিক আগাছায় ঢাকতে শুরু করেছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ প্রায় সব বিল্ডিংয়ের অবস্থা একদম জরাজীর্ণ।
এই প্রসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে কর্মরত ফার্মাসিস্ট রঘুনাথ সাহা বলেন , যেদিন যেদিন ডাক্তারবাবু থাকেন সেদিন সেদিন রোগী দেখা হয়। ডাক্তারবাবু না থাকলে প্রেসক্রিপশন দেখে ওষুধ দেওয়া হয়। এছাড়াও ছোটখাটো সমস্যা হলে আমরা নিজেরাই ট্রিটমেন্ট করে দিই। আগে এখানে বেড ছিল, কিন্তু এখন বেডের ব্যবস্থা নেই। রোগী আসে, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে যায়। সর্বপ্রথম এই স্বাস্থ্যকেন্দ্রে একজন নার্সিং স্টাফের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
বনোয়ারীলাল চৌধুরী