TRENDING:

Howrah: টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড

Last Updated:

Howrah: জাল নোট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক পুরোহিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: জাল নোট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক পুরোহিত। অভিযোগ পেশায় পুরোহিত হলেও জাল নোট প্রাচার চক্রের রাজ্যের অন্যতম এজেন্ট হাওড়ার বাসিন্দা স্বার্থক ঝা। হাওড়ার রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা পুরোহিত স্বার্থককে জাল ৫০০ টাকার নোট সমেত গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। তার থেকে উদ্ধার হয়েছে বহু জাল ৫০০ টাকার নোট।
টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড
টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড
advertisement

হাওড়ার কালিবাবুর বাজারে বাজার করে জাল ৫০০ টাকা দিলে দোকানদারদের হাতে ধরা পরে। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া এক ব্যক্তির সাথে যোগাযোগ হয় স্বার্থকের। মধ্যপ্রদেশের ইন্দোরের এক বাসিন্দা স্বার্থককে দফায় দফায় নকল টাকা পাঠাত, নকল ৫০০ টাকার নোট হাওড়ার আন্দুল ও বর্ধমানে দুই ব্যক্তির কাছে পৌঁছে যেত দিত স্বার্থক। সেই টাকাই ছড়িয়ে পড়ত বাজারে। মূলত মহিলা সবজি বিক্রেতা, মহিলা দোকানদের দেওয়া হত টাকা।

advertisement

আরও পড়ুন: ফোনের ওয়ালপেপারে রয়েছে ঠাকুর দেবতার কোনও ছবি আছে? বাস্তুমতে এর প্রভাব কী হতে পারে? জানলে চমকে যাবেন

পুলিশ সূত্রে খবর, শেষ দুই মাসে তিন দফায় আমাদের রাজ্যে আসে প্রায় এক লক্ষ টাকা। ধৃত স্বার্থক ঝাঁকে জিজ্ঞাসাবাদ করে জাল নোট কারবারিদের নাগাল পেতে চাইছে পুলিশ। উৎসবের সময় রাজ্যে বিভিন্ন লোক মারফত এই নকল টাকা ছড়ানো হয়েছে বলে মনে করছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ৫০০ বছর পর হঠাত্‍ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপোর টাকা, আসল ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা! জার্মানি পৌঁছেছে কাটোয়ার গৃহবধূর বানানো মূর্তি
আরও দেখুন

হাওড়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ একসঙ্গে তদন্ত শুরু করেছে। পুরোহিতকে কেউ সন্দেহ করবে না সেই কারণেই এই মানুষদের মোটা টাকার লোভ দেখিয়ে তাদেরকে কাজে লাগানো হত। হাওড়ার আন্দুল ও বর্ধমানের আরও দুই ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল