হাওড়ার কালিবাবুর বাজারে বাজার করে জাল ৫০০ টাকা দিলে দোকানদারদের হাতে ধরা পরে। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া এক ব্যক্তির সাথে যোগাযোগ হয় স্বার্থকের। মধ্যপ্রদেশের ইন্দোরের এক বাসিন্দা স্বার্থককে দফায় দফায় নকল টাকা পাঠাত, নকল ৫০০ টাকার নোট হাওড়ার আন্দুল ও বর্ধমানে দুই ব্যক্তির কাছে পৌঁছে যেত দিত স্বার্থক। সেই টাকাই ছড়িয়ে পড়ত বাজারে। মূলত মহিলা সবজি বিক্রেতা, মহিলা দোকানদের দেওয়া হত টাকা।
advertisement
পুলিশ সূত্রে খবর, শেষ দুই মাসে তিন দফায় আমাদের রাজ্যে আসে প্রায় এক লক্ষ টাকা। ধৃত স্বার্থক ঝাঁকে জিজ্ঞাসাবাদ করে জাল নোট কারবারিদের নাগাল পেতে চাইছে পুলিশ। উৎসবের সময় রাজ্যে বিভিন্ন লোক মারফত এই নকল টাকা ছড়ানো হয়েছে বলে মনে করছে পুলিশ।
হাওড়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ একসঙ্গে তদন্ত শুরু করেছে। পুরোহিতকে কেউ সন্দেহ করবে না সেই কারণেই এই মানুষদের মোটা টাকার লোভ দেখিয়ে তাদেরকে কাজে লাগানো হত। হাওড়ার আন্দুল ও বর্ধমানের আরও দুই ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি।