TRENDING:

Birbhum News: মাত্র ৭ বছর বয়সেই ‘বঙ্গশ্রেষ্ঠ’, ‘বাংলা সেরা’! ঝুলিতে একের পর এক পুরস্কার, চেনেন বীরভূমের ৭ বছরের খুদে প্রতিভাকে?

Last Updated:

বীরভূমের গর্ব! মাত্র সাত বছর বয়সে ৫৭টি মঞ্চ কাঁপিয়ে অভিনয় ও নাচে ‘বঙ্গশ্রেষ্ঠ’ খেতাব জিতল ছোট্ট সম্পূর্ণা নরসুন্দর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: মাত্র সাত বছরের ছোট্ট মেয়ে, অথচ সাফল্যের তালিকায় নাম লিখিয়েছে বীরভূমের ইতিহাসে। অভিনয় ও নৃত্যের জগতে অনবদ্য প্রতিভার স্বাক্ষর রেখে, জেলার গর্ব হয়ে উঠেছে বীরভূমের সিউড়ির সম্পূর্ণা নরসুন্দর। অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং অসাধারণ প্রতিভার জোরে সম্পূর্ণা এমন এক সাফল্যের শিখরে পৌঁছেছে, যা তার বয়সের তুলনায় সত্যিই বিরল।
advertisement

চলতি বছরের শুরুতেই ‘বাংলা সেরা’ পুরস্কার জিতে নজর কেড়েছিল সে। কিন্তু সেখানেই থেমে থাকেনি এই ছোট্ট প্রতিভা। মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও বড় সাফল্য এনে দিল বীরভূমের মাটিতে। ২০২৫ সালে ‘বঙ্গশ্রেষ্ঠ’ সম্মানে ভূষিত হল সম্পূর্ণা, যা তার জীবনের অন্যতম বড় মাইলফলক।

আরও পড়ুন: আজকের দিনেই ৯-৯-৯ এর অদ্ভুত সংযোগ! মঙ্গলের শুভ দিনে এই কাজ করলেই কাটবে জীবনের সব বাধা, জেনে নিন জ‍্যোতিষ টোটকা

advertisement

এই বছরজুড়ে সম্পূর্ণা মোট ৫৭টি মঞ্চে অনুষ্ঠানে যোগদান করেছে। আশ্চর্যের বিষয়, প্রতিটি মঞ্চেই সে প্রথম স্থান অর্জন করেছে। অভিনয় ও নাচে তার অসাধারণ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে প্রতিবারই। এত অল্প বয়সে এমন ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, সে কেবলমাত্র এক প্রতিভাবান শিশু নয়, ভবিষ্যতের এক উজ্জ্বল নক্ষত্র।

সম্পূর্ণার মা আখী দাস বলেন, “খুব ভাল লাগছে সবার আশীর্বাদে। মেয়েটা যেন আরও অনেক বড় হয়, আপনাদের সকলের আশীর্বাদ চাই। এত কম বয়সে যে মেয়ে ‘বঙ্গশ্রেষ্ঠ’ সম্মান পেয়েছে, তাতে বুক গর্বে ভরে যাচ্ছে। কলকাতা, বোলপুর, বর্ধমান, অনেক জায়গায় প্রোগ্রাম করেছে। এখন চাই মেয়েটা বড় হয়ে বড় ডান্সার আর অভিনেত্রী হোক।”

advertisement

আরও পড়ুন: ATM ‘PIN’ নম্বর কী রেখেছেন? এই সংখ‍্যাগুলি ‘PIN’ নম্বর হিসেবে ভুল করেও ব‍্যবহার করবেন না! যে কোনও মূহূর্তে ‘ফাঁকা’ হয়ে যাবে অ‍্যাকাউন্ট?

নিজের স্বপ্নের কথা জানিয়ে ছোট্ট সম্পূর্ণা বলল, “বড় হয়ে বড় নৃত্যশিল্পী ও অভিনেত্রী হতে চাই।” এখনই সে সিউড়ি, বোলপুর, শান্তিনিকেতন, কলকাতার দমদম-সহ নানা জায়গায় অসংখ্য অনুষ্ঠান করে ফেলেছে। বীরভূমের ছোট্ট মেয়েটি আজ শুধুমাত্র জেলার গর্ব নয়, সমগ্র বাংলা এবং দেশজুড়ে এক অনুপ্রেরণার নাম।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মাত্র ৭ বছর বয়সেই ‘বঙ্গশ্রেষ্ঠ’, ‘বাংলা সেরা’! ঝুলিতে একের পর এক পুরস্কার, চেনেন বীরভূমের ৭ বছরের খুদে প্রতিভাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল