TRENDING:

ভাড়া বাড়ছে হিমঘরের, সমস্যায় আলু চাষী ও ব্যবসায়ীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সরকারি নির্দেশ অনুযায়ী রবিবার থেকে আলু রাখার জন্য ভাড়া বেড়েছে হিমঘরে। বস্তা প্রতি ছয় টাকা দাম বাড়ছে। যার জেরে ক্ষতির মুখে আলু চাষী ও ব্যবসায়ীরা। হিমঘরে আলু মজুত করার খরচ বাড়ার ফলে ক্ষতির মুখে পড়তে চলেছেন আলু চাষী ও আলু সংরক্ষণের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। প্রতি বস্তায় খরচ বাড়ছে ৬ টাকা ৷
advertisement

গত মরসুমে যে দামে আলু হিমঘরে রাখা হয়েছিল বর্তমানে তার দাম তলানিতে এসে ঠেকেছে। বাজার দর কমে যাওয়ায় হিমঘর থেকে আলু বের করছেন না ব্যবসায়ীরা। মার্চ মাস থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে বস্তা প্রতি ভাড়া ছিল ৭৮.৮৫ টাকা  ৷ ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বস্তা প্রতি ৬ টাকা বেড়ে হচ্ছে ৮৪.৮৫ টাকা ৷

advertisement

গত মরসুমে রাজ্যে এক কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। হুগলিতে ৩৩ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। সারা রাজ্যে ৭০ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছিল। রাজ্যের হিমঘরগুলিতে ৫ লক্ষ মেট্রিক টন আলু রয়েছে। এই মরসুমে নতুন আলু বাজারে এসে যাওয়ায় এই আলুর চাহিদা অনেকটাই কমে যাবে খোলা বাজারে। ফলে ক্ষতির সম্মুখীন হবেন আলু চাষীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই অবস্থায় হিমঘর থেকে আলু নিয়ে যাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে সমস্যায় পড়ছেন হিমঘর মালিকরাও। হিমঘরে আলু রাখার খরচ বাড়ায় আলু ব্যবসায়ীদের মতোই বিপাকে পড়ছেন হিমঘর মালিকরাও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাড়া বাড়ছে হিমঘরের, সমস্যায় আলু চাষী ও ব্যবসায়ীরা