গত মরসুমে যে দামে আলু হিমঘরে রাখা হয়েছিল বর্তমানে তার দাম তলানিতে এসে ঠেকেছে। বাজার দর কমে যাওয়ায় হিমঘর থেকে আলু বের করছেন না ব্যবসায়ীরা। মার্চ মাস থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে বস্তা প্রতি ভাড়া ছিল ৭৮.৮৫ টাকা ৷ ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বস্তা প্রতি ৬ টাকা বেড়ে হচ্ছে ৮৪.৮৫ টাকা ৷
advertisement
গত মরসুমে রাজ্যে এক কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। হুগলিতে ৩৩ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। সারা রাজ্যে ৭০ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছিল। রাজ্যের হিমঘরগুলিতে ৫ লক্ষ মেট্রিক টন আলু রয়েছে। এই মরসুমে নতুন আলু বাজারে এসে যাওয়ায় এই আলুর চাহিদা অনেকটাই কমে যাবে খোলা বাজারে। ফলে ক্ষতির সম্মুখীন হবেন আলু চাষীরা।
এই অবস্থায় হিমঘর থেকে আলু নিয়ে যাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে সমস্যায় পড়ছেন হিমঘর মালিকরাও। হিমঘরে আলু রাখার খরচ বাড়ায় আলু ব্যবসায়ীদের মতোই বিপাকে পড়ছেন হিমঘর মালিকরাও।