TRENDING:

Bangla Video: সেলাই প্রশিক্ষণেই কর্মসংস্থানের দিশা দেখছেন সুন্দরবনের মেয়েরা

Last Updated:

Bangla Video: ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মেয়েদের সংসারের আর্থিক উন্নতির পাশাপাশি নিজেরাই নির্ভর হতে পারবেন বলে মনে করছেন অনেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : সেলাই প্রশিক্ষণেই কর্মসংস্থানের দিশা দেখছেন সুন্দরবনের মেয়েরা। জলা জঙ্গল বেষ্টিত এলাকায় সুন্দরবন এলাকার মেয়েদের একপ্রকার সংগ্রাম করেই জীবন কাটাতে হয়। সেখানে তেমনভাবে কর্মসংস্থানের সুযোগ নেই।স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বর্তমানে মহিলাদের স্বনির্ভর করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবন এলাকার সন্দেশখালি ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়ায় মেয়েদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর প্রায় প্রায় শতাধিক মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কাপড় কাটিং এর কাজও শেখানো হচ্ছে।

আরও পড়ুন: পেশায় মৃৎশিল্পী নন, দেখে শিখেই ঠাকুর বানাতে সিদ্ধহস্ত শান্তিপুরের যুবক

advertisement

সন্দেশখালির শিতুলিয়া এলাকায় সংস্থা নবজাগৃতি ট্রাস্ট এর উদ্যোগে এলাকার প্রায় শতাধিক মহিলাকে প্রশিক্ষণ দেওয়া শুরু হল। পরবর্তীতে সংখ্যা আরওবাড়বে বলে জানা যায়। এক মাসের বিশেষ সেলাই প্রশিক্ষণ শেষে আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের সাহায্য করা হবে। পাশাপাশি আগামীদিনে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা নিজেদের উদ্যোগে একটি করে ইউনিট গড়ে তুলবেন এবং ওই সংস্থার উদ্যোগে তাদের কাজের বরাত দেওয়া হবে। বিভিন্ন ধরনের পোশাক বানিয়ে কর্মসংস্থানের পথ খুঁজে পাবেন। সুন্দরবন এলাকার অনেক মহিলা, এলাকায় কাজ না থাকায়, কাজের উদ্দেশে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মেয়েদের সংসারের আর্থিক উন্নতির পাশাপাশি নিজেরাই নির্ভর হতে পারবেন বলে মনে করছেন অনেকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: সেলাই প্রশিক্ষণেই কর্মসংস্থানের দিশা দেখছেন সুন্দরবনের মেয়েরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল