প্রতি বছরের মত এবারও বিপুল উৎসাহে কাঁথির ডেমুরিয়াতে পালিত হবে রথযাত্রা উৎসব। কাঁথি মহকুমার সবচেয়ে বড় রথযাত্রা ও মেলার আসর বসে রামনগর ২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়াতে। ৩০০ বছরের প্রাচীন এই মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয়। সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন এই মেলা ঘিরে শুধু রামনগর নয়, সমগ্র কাঁথি মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায়। আশা করা যায় এবারেও তার ব্যতিক্রম হবে না। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রথযাত্রার পরিচালন কমিটি।
advertisement
হিন্দুশাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা। আগামী ২৭ জুন রথযাত্রা উৎসব পালিত হবে। হাতে খুব বেশি সময় নেই। তার আগে ডেমুরিয়ার রথযাত্রার উৎসবের জন্য ইতিমধ্যে রথ তৈরি চলছে। অন্যান্য বছরের তুলনায় এবারে আরও বড় করে রথযাত্রা পালিত হবে বলে জানা যাচ্ছে। ব্লক পঞ্চায়েতের নেতৃত্ব থেকে শুরু করে সেবাইতদের পক্ষ থেকে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। চলছে রথ তৈরির কাজ।
রথের মেলা কীভাবে সাজানো হবে, কোন কোন ধরনের অনুষ্ঠান হবে এছাড়াও যার নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা কেমন থাকবে সবকিছু খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সর্বোপরি রথযাত্রার এই মেলা যাতে সাধারণ মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করা যায় তার জন্য আগাম সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন শ্রী শ্রী জগন্নাথ জিউ ট্রাস্ট কমিটির সম্পাদক অলোক চৌধুরী। দিঘা জগন্নাথ মন্দির এ প্রথমবার গড়াবে রথের চাকা। কিন্তু দিঘার কাছেই প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন এই রথযাত্রা মিস করবেন না। প্রাচীন এই রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে।
সৈকত শী