TRENDING:

Frog Wedding: বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে বাংলায়! তীব্র গরমে এলাহি আয়োজন, পাত পেড়ে খেলেন ২৫০ জন

Last Updated:

Frog Wedding: মহা ধুমধাম করে ব্যাঙের বিয়ে দিলেন। তবে শুধু বিয়েই নয়, চলে ২৫০জনকে খাওয়ানো হয় ভোজ। আর ব্যাঙের বিয়ে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ক্যালেন্ডারের পাতা বলছে বৈশাখ মাস অর্ধেক পার হতে চলল। তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। তাপমাত্রা পৌঁছেছে ৪৫ ডিগ্রির কাছে। কিন্তু দেখা নেই বৃষ্টির। মাঠেই শুকোচ্ছে পাট। ধান চাষও ব্যাপক ক্ষতির মুখে। এই অবস্থায় বৃষ্টির আশায় গ্রাম বাংলার প্রাচীন রীতি পালন করে ব্যাঙের বিয়ে দিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার যুবকরা।
advertisement

ভগবানগোলার শ্যামপুর গ্রামে পালকিতে করে বিয়ের আয়োজন চলল যা দেখতে ভিড় জমালেন বহু মানুষ। রীতি মেনে আয়োজন করা হয়েছিল ছাদনা তলারও। এলাকার যুবকরা মহা ধুমধাম করে ব্যাঙের বিয়ে দিলেন। তবে শুধু বিয়েই নয়, চলে ২৫০ জনকে খাওয়ানো হয় ভোজ। আর ব্যাঙের বিয়ে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

জনশ্রুতি রয়েছে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। আর সেই কারণেই গ্রামের যুবকরা অভিনব ভাবে এই বিয়ের ব্যবস্থা গ্রহণ করলেন। বিয়েকে ঘিরে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ছিল জোরদার। বৃষ্টির আশায় প্রতিবছরই ব্যাঙের বিয়ে দেখতে পাওয়া যায় বাংলার বিভিন্ন জেলায়। খরা থেকে রেহাই পেতে বাংলা-সহ গোটা দেশে একসময়ে এই রীতি ছিল বহুল প্রচলিত।

View More

জানা গিয়েছে, রীতি অনুযায়ী বিয়ের জন্য ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদের ধান-দূর্বা, সাত পাক ঘোরা, সিঁদুর দান, মন্ত্র পাঠ, শঙ্খের ধ্বনি, খাওয়াদাওয়া, নাচ গান প্রায় সবকিছুর নিয়ম ছিল এই বিয়েতে। আমন্ত্রিতরা নবদম্পতিকে উপহার হিসেবে দান করেছেন নগদ অর্থও। একসময়ের বহুল প্রচলিত এই রীতি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ‘সংস্কার-কুসংস্কারের’ বেড়াজালে অনেকটাই কমে এসেছে এই রেওয়াজ। কিন্তু তীব্র দাবদাহ থেকে মাঠের ফসলকে বাঁচাতে প্রাচীন বিশ্বাসে ভর করেই মুক্তি পেতে চাইছেন মুর্শিদাবাদবাসী।

advertisement

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Frog Wedding: বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে বাংলায়! তীব্র গরমে এলাহি আয়োজন, পাত পেড়ে খেলেন ২৫০ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল