TRENDING:

Prawn Business: আমেরিকার শুল্ক বাণে কাবু জেলার চিংড়ি চাষ! ভেড়িতে মড়ক, ব্যবসা বন্ধ হওয়ার জো! তবে কি আর পাতে পড়বে না গলদা, বাগদা!

Last Updated:

Prawn Business: দক্ষিণ ২৪ পরগনাr চিংড়ি ব্যবসায়ীদের মাথায় হাত। তাঁদের ব্যবসা বন্ধ হওয়ার জো। অধিকাংশ চিংড়ি পক্রিয়াকরণ কারখানাতে কম শ্রমিক নিয়ে কোনরকমে কাজ চলছে। আমেরিকা চিংড়ির উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোয় চিংড়ি রফতানি প্রায় বন্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: চিংড়ি ব্যবসায়ে ব্যাপক ক্ষতি দক্ষিণ ২৪ পরগনায়। আর যার জেরে ব্যবসা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। অধিকাংশ চিংড়ি পক্রিয়াকরণ কারখানায় কম শ্রমিক নিয়ে কোনরকমে কাজ করতে হচ্ছে।
advertisement

একদিকে শুল্ক বাণে আমেরিকায় চিংড়ি রফতানি বন্ধ, অন্যদিকে স্থানীয় মেছো ভেড়িতে লাগাতার চিংড়ির মড়কে দিশেহারা মাছ চাষিরা। যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে চিংড়ির চাষ করেছিলেন তাঁদের মাথায় হাত পড়ছে।

চিংড়ি না আসায় অসুবিধা হচ্ছে বিস্তর। এমন কথা জানিয়েছেন আশিক পুরকাইত। তাঁর চিংড়ির খোসা ছাড়িয়ে বাইরে পাঠানোর একটি ফ্যাক্টরি আছে। তিনি এই ঘটনায় বিমর্ষ। পরিস্থিতি এরকম চলতে থাকলে বছরখানেকের মধ্যে অন্য পেশায় যেতে হতে পারে বলে জানিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ  বাইকের গতি কাড়ল জীবন বাতি! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, ছিটকে পড়লেন যুবক, চোখের সামনে মর্মান্তিক মৃত্যু

View More

একদিকে চিংড়ি কারখানায় শ্রমিকের কাজ চলে যাওয়ায় অনেকেই আবার পরিযায়ী শ্রমিকের কাজে ফিরেছেন। এই কথা জানিয়েছেন এক শ্রমিক ইলিয়াস পুরকাইত। অপরদিকে ফিশারিতে বাগদা ও ভেনামি চিংড়ি মরে ভেড়ির জলে ভেসে উঠছে। ভেড়ির কর্মীদের দাবি, যত মাছ জলের উপরে ভাসছে তার থেকে বেশি মাছ জলের নীচে মরে পচে ডুবে আছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আমেরিকা চিংড়ির উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোয় চিংড়ি রফতানি প্রায় বন্ধ। অল্প দামে দেশের লোকের কাছে মাছ বিক্রি করা হবে সে উপায়ও নেই। এখন যা পরিস্থিতি তাতে চাহিদা অনুযায়ী জোগান দেওয়াও সমস্যা। ফলে মাছ চাষি ও মাছ ব্যবসায়ী দু’পক্ষেরই লোকসানের বহর বাড়ছে। সমস্যার দ্রুত সমাধান না  হলে এই ব্যবসা পুরো মাঠে মারা যাবে। এখন দেখার ভবিষ্যতে কী হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Prawn Business: আমেরিকার শুল্ক বাণে কাবু জেলার চিংড়ি চাষ! ভেড়িতে মড়ক, ব্যবসা বন্ধ হওয়ার জো! তবে কি আর পাতে পড়বে না গলদা, বাগদা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল