TRENDING:

মেঘলা আবহাওয়ায় আটকে শীত, বাঙালির পাতে অপরিহার্য আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা

Last Updated:

Potato price: মেঘলা আবহাওয়া এখন কৃষকদের ক্ষেত্রে কাছে চিন্তার অন্যতম কারণ হয়ে দেখা দিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান : জাঁকিয়ে শীতের দেখা নাই। তার ওপর আবার মেঘলা আকাশ। কুয়াশায় ভরে থাকছে চারপাশ। এই অবস্থা আলু চাষের পক্ষে মোটেও ভাল নয়। এই কুয়াশা থেকেই দেখা দিতে পারে ধসা রোগ-সহ বিভিন্ন রোগ পোকার আক্রমণ। এমনই আশঙ্কা করছেন রাজ্য শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। এ বার এই জেলায় ধানের উৎপাদন হয়েছে ভালই। ধান তোলার পর আলু চাষ করেছেন কৃষকরা। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে এবার আলু চাষের জমির পরিমাণ বেড়েছে। কিন্তু মেঘলা আবহাওয়া এখন কৃষকদের ক্ষেত্রে কাছে চিন্তার অন্যতম কারণ হয়ে দেখা দিয়েছে।
পুজোর পর আলুর দাম ক্রমশ কমতে থাকলেও প্রথম দিকে ভালই দাম পেয়েছিলেন কৃষকরা
পুজোর পর আলুর দাম ক্রমশ কমতে থাকলেও প্রথম দিকে ভালই দাম পেয়েছিলেন কৃষকরা
advertisement

এ বার পুজোর পর আলুর দাম ক্রমশ কমতে থাকলেও প্রথম দিকে ভালই দাম পেয়েছিলেন কৃষকরা। সাতশো আটশো  টাকা বস্তা পর্যন্ত আলুর দাম উঠেছিল। বেশিরভাগ ছোট বা মাঝারি চাষি তখন আলু বিক্রি করে দিয়েছিলেন। এবারও প্রথমদিকে আলুর দাম মিলবে এই আশায় আলু চাষ করেছেন কৃষকরা। কিন্তু বাধ সাধতে পারে বিরূপ আবহাওয়া।

advertisement

চাষের জন্য চাই মেঘমুক্ত পরিবেশ। রোদ ঝলমলে দিন ও জাঁকিয়ে ঠান্ডা আলু চাষের পক্ষে অনুকূল। এতে আলু গাছ খুব সুন্দর বাড়ে। আলুর ফলন ভাল হয়। কিন্তু এবার সেভাবে বৃষ্টি না হলেও জাঁকিয়ে শীতের দেখা নাই এখনও। সেই সঙ্গে মেঘলা আবহাওয়া থাকছে দিনের পর দিন। মাঝেমধ্যে কুয়াশায় ভরে উঠছে চারপাশ। এর ফলে আলু গাছে ধসা রোগের আক্রমণের আশঙ্কা করছেন কৃষকরা।

advertisement

আরও পড়ুন :  তেল দিয়েই উঠবে তেলমশলার দাগ? জানুন তেলচিটে বাসন ঝকঝকে করার ঘরোয়া টোটকা

শীত মানেই কুয়াশার দাপট। কুয়াশা কাটতে বেলা গড়িয়ে যায়। সেই কুয়াশায় ব্যাপক ক্ষতি করে আলু চাষে। এর ফলে আলুর গাছের পাতা অনেক সময় কুঁকড়ে যায়। শেষে শুকিয়ে যায় গোটা গাছ। ঠিক যেন ঝলসানো গাছের মতো দেখতে হয়ে যায়। শেষে আলুর গাছ মারা যায়।

advertisement

কৃষকরা বলছেন,কুয়াশার হাত থেকে বাঁচাতে ডাইসেন এম ৪৫ এবং বায়োডেক্স পাউডার দিয়ে চাষ করা হয়েছে। এই পাউডারটির দাম ৪০০ টাকা কেজি। এক কেজি পাঁচ বিঘা জমিতে দেওয়া যায়।

আরও পড়ুন :  হাত, পা বা গোপনাঙ্গে ছত্রাক সংক্রমণে নাজেহাল শীতে? সমস্যা সমাধানে এই ঘরোয়া জিনিস কাজ করে জাদুর মতো

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৃষিবিদদের মতে, আলুর বিপদ নিয়ে আসে ধসা রোগ লেইট ব্লাইট। ঘন কুয়াশা পড়লে এই রোগের আক্রমণ হতে পারে। নিয়ম মানলে এই ধসা থেকে আলুগাছ রক্ষা করা যায়। ধসা রোগে আক্রান্ত হলে আলু গাছে বর্দোমিক্সচার অথবা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক ওষুধ প্রতি লিটার জলে ২ গ্রাম করে মিশিয়ে সাত দিন পরপর ছেটাতে হবে। এ ছাড়া এই রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত গাছটি তুলে মাটিচাপা কিংবা পুড়িয়ে ফেলতে হবে। জমিতে জল সেচ বন্ধ রাখতে হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেঘলা আবহাওয়ায় আটকে শীত, বাঙালির পাতে অপরিহার্য আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল