তেল দিয়েই উঠবে তেলমশলার দাগ? জানুন তেলচিটে বাসন ঝকঝকে করার ঘরোয়া টোটকা

Last Updated:
Kitchen Hacks: রান্নার পর বাসনকোসন পরিষ্কার করার ঝক্কিও কিছু কম নয়৷ তাই রইল কিছু সহজ টিপস৷ যাতে সহজেই বাসন থেকে তেলমশলার দাগ উঠে যায়৷
1/7
শীতকাল মানেই মশলাদার রান্না৷ বড়দিন, নিউ ইয়ার্স ইভ উপলক্ষে বাড়িতে রকমারি রান্নাবান্না হয়েই থাকে কমবেশি৷ রান্নার প্রশংসা পেতে ভাল লাগে যে কোনও সুগৃহিণীরই৷ কিন্তু রান্নার পর বাসনকোসন পরিষ্কার করার ঝক্কিও কিছু কম নয়৷ তাই রইল কিছু সহজ টিপস৷ যাতে সহজেই বাসন থেকে তেলমশলার দাগ উঠে যায়৷
শীতকাল মানেই মশলাদার রান্না৷ বড়দিন, নিউ ইয়ার্স ইভ উপলক্ষে বাড়িতে রকমারি রান্নাবান্না হয়েই থাকে কমবেশি৷ রান্নার প্রশংসা পেতে ভাল লাগে যে কোনও সুগৃহিণীরই৷ কিন্তু রান্নার পর বাসনকোসন পরিষ্কার করার ঝক্কিও কিছু কম নয়৷ তাই রইল কিছু সহজ টিপস৷ যাতে সহজেই বাসন থেকে তেলমশলার দাগ উঠে যায়৷
advertisement
2/7
ঈষদুষ্ণ জলে বেশ পরিমাণমতো নুন মেশান৷ ঘণ্টাখানের মিশ্রণ থাকতে দিন৷ তার পর তেল চিটচিটে দাগ তুলতে এই মিশ্রণ কাজে লাগান স্ক্রাবার হিসেবে৷ জলের বদলে ব্যবহার করতে পারেন রাবিং অ্যালকোহলও৷
ঈষদুষ্ণ জলে বেশ পরিমাণমতো নুন মেশান৷ ঘণ্টাখানের মিশ্রণ থাকতে দিন৷ তার পর তেল চিটচিটে দাগ তুলতে এই মিশ্রণ কাজে লাগান স্ক্রাবার হিসেবে৷ জলের বদলে ব্যবহার করতে পারেন রাবিং অ্যালকোহলও৷
advertisement
3/7
ভাতের ফ্যান বা চাল ভেজানো জলও তেলমশলার দাগ তুলতে অপরিহার্য৷ ভাতের ফ্যান বা চালভেজা জলে বাসন ভিজিয়ে রাখুন আধঘণ্টা৷ এর পর স্ক্রাবার দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন৷ তার পর গরম জলে ধুয়ে মুছে নিন শুকনো করে৷
ভাতের ফ্যান বা চাল ভেজানো জলও তেলমশলার দাগ তুলতে অপরিহার্য৷ ভাতের ফ্যান বা চালভেজা জলে বাসন ভিজিয়ে রাখুন আধঘণ্টা৷ এর পর স্ক্রাবার দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন৷ তার পর গরম জলে ধুয়ে মুছে নিন শুকনো করে৷
advertisement
4/7
জানেন কি তেল দিয়েও তোলা যায় তেলমশলার দাগ? ভেজিটেবল অয়েলের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, নুন আর চিনি৷ এই মিশ্রণ মাখিয়ে নিন তেলচিটে বাসনে৷ তার পর স্ক্রাব করে পরিষ্কার করুন গরম জলে৷
জানেন কি তেল দিয়েও তোলা যায় তেলমশলার দাগ? ভেজিটেবল অয়েলের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, নুন আর চিনি৷ এই মিশ্রণ মাখিয়ে নিন তেলচিটে বাসনে৷ তার পর স্ক্রাব করে পরিষ্কার করুন গরম জলে৷
advertisement
5/7
লেবু হল ন্যাচারাল ব্লিচ৷ লেবুর রসে মেশান বেকিং সোডা৷ এই মিশ্রণে তেলমশলার দাগ লাগা বাসন মাজুন৷ এতে তেলের অংশ উঠে তো যাবেই৷ বাসনপত্র চকচকেও করবে৷
লেবু হল ন্যাচারাল ব্লিচ৷ লেবুর রসে মেশান বেকিং সোডা৷ এই মিশ্রণে তেলমশলার দাগ লাগা বাসন মাজুন৷ এতে তেলের অংশ উঠে তো যাবেই৷ বাসনপত্র চকচকেও করবে৷
advertisement
6/7
ভিনিগার, বেকিং সোডা আর বাসন মাজার সাবান মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ তাতে ভিজিয়ে নিন নারকেলের ছোবড়া৷ এ বার গরম জলে ভেজানো তেলমশলার বাসন পরিষ্কার করুন মিশ্রণমাখা নারকেলের ছোবড়া দিয়ে৷ এর ফলে তেল ও মশলার দাগ উঠে যাবে৷
ভিনিগার, বেকিং সোডা আর বাসন মাজার সাবান মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ তাতে ভিজিয়ে নিন নারকেলের ছোবড়া৷ এ বার গরম জলে ভেজানো তেলমশলার বাসন পরিষ্কার করুন মিশ্রণমাখা নারকেলের ছোবড়া দিয়ে৷ এর ফলে তেল ও মশলার দাগ উঠে যাবে৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement