এই অতি প্রয়োজনীয় সবজি সকলের পাতে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন। জঙ্গলমহল পুরুলিয়া গ্রামে আলুর যোগান দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মাঠে নামাচ্ছে প্রশাসন। ন্যায্য মূল্যে পুরুলিয়ার ঘরে, ঘরে আলু পৌঁছে দেওয়ার জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
advertisement
কারণ অনেক ক্ষেত্রেই শহরের মানুষ ন্যায্য মূল্যের আলু পেলেও গ্রামের মানুষ তা থেকে বঞ্চিত হচ্ছে। ধর্মঘট উঠে যাওয়ার পরেও গ্রামের মানুষদের আলু কিনতে হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা দরে। শহরের মানুষের মত গ্রামের মানুষের সরকারি নির্ধারিত মূল্যে আলু পৌঁছে দিতে বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুরুলিয়া জেলা প্রশাসন।
এ বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন , ‘‘ধর্মঘট ওঠার পর আলুর দাম এখন নিয়ন্ত্রণে। পুরুলিয়ার গ্রামাঞ্চলের অধিবাসীরাও যাতে ন্যায্য মূল্যে আলু পান তাই স্বনির্ভর গোষ্ঠীকে নামানো হচ্ছে। আমরা হিমঘর থেকে আলু তাঁদের হাতে পৌঁছে দেব।’’
তারপর গোষ্ঠীগুলি গ্রামে গ্রামে বিক্রি করবে। পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলার গ্রামাঞ্চলের মানুষ যেমন নায্য মূল্যে আলু পাবেন তেমনই এই কাজের মধ্য দিয়ে আর্থিক মুনাফা করবে গোষ্ঠীগুলিও।
আরও পড়ুন: মিইয়ে যাচ্ছে মুড়ি? ২ মিনিটেই হবে কুড়কুড়ে, এই টিপস মনে রাখলে মাসের পর মাস থাকবে মুচমুচে
ধর্মঘটের ফলে বিগত বেশ কিছুদিন আলুর দাম হয়ে গিয়েছিল আকাশ ছোঁয়া ধীরে ধীরে তা কিছুটা নিয়ন্ত্রণে আসছে। শহরের মানুষের মত গ্রামাঞ্চলের মানুষকেও সরকারি মূল্যের আলু পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন।
শর্মিষ্ঠা ব্যানার্জি