আরও পড়ুন: এক রাতেই বিশেষ উপাদান দিয়ে তৈরি হয় ঠাকুর, সেই রাতেই পুজো-বিসর্জন, কর্ণগড়ের রোমহর্ষক কাহিনী
যে মানুষ একবারে ৫ কেজি করে আলু কিনতো সে এক কেজি আলু নিয়েই বাড়ি ফিরছে, কারণ আজ দাম বেশি আছে কাল যদি কমে। এই ভাবতে ভাবতে সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু আলুর দামে কোনও হেরফের নেই। আলু ব্যবসায়ী থেকে বাজার কমিটির সেক্রেটারি প্রত্যেকের বক্তব্য এবছর আলু উৎপাদন কম, আলু আমদানি হচ্ছে না, গত বর্ষায় আলু অনেক নষ্ট হয়েছে। সেই কারণে এত দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আলু কিনছে ২৭-২৮ দরে, তাহলে কীভাবে ৩০ টাকার কমে বেচবে? বাজারে আসা ক্রেতাদের অবশ্য বক্তব্য দাম এতটাই বেড়েছে যে কোনও উপায় নেই। প্রতিদিনের রান্নায় আলু ব্যবহার কমিয়ে দিতে হয়েছে। আলু ছাড়া বাঙালি পাতে কোনও আইটেম হয় না, অগত্যা আলুর পরিমাণ কমিয়ে সবজি, মাছ, মাংস খেতে হচ্ছে। এই দাম কবে কমবে! কী ভাবে কমবে!
advertisement
কারও জানা নেই। দু-একদিনের মধ্যে কিছুটা হলেও কমবে বলে আশাবাদী ব্যাবসায়ীরা। তবে কী ভাবে কমবে সেই উত্তর নেই। একদিকে গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়েছে, ভোজ্য তেল ২০০ টাকা ছুঁতে গেল। পেট্রোল, ডিজেলের দামও বেড়েই চলছে। আর বাজার ঘুরলে দেখা যাচ্ছে সবকিছুতে দু-পাঁচ টাকা করে দাম বেড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের আয় সেভাবে বাড়েনি। সেক্ষেত্রে মধ্যবিত্তদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
Rudra Narayan Roy