অসময়ের বৃষ্টিতে আমন ধানের চাষে ক্ষতি হয়েছিল। আলু চাষের সময় হাজির বুলবুল। ঝড়-বৃষ্টিতে তাণ্ডবে হুগলির বিরাট এলাকাজুড়ে ক্ষতি হয়েছে আলু চাষের। জমি তৈরি করে রেখেছিলেন কৃষকরা। কিন্তু ঝড়-বৃষ্টিতে জমি থেকে জল বেরোয়নি। তাই বীজ পোঁতারই সময় পাননি কৃষকরা। বেশি দাম দিয়ে পঞ্জাব থেকে বীজ কিনেছিলেন। সে বীজ ঘরেই পচছে।
নভেম্বরের এই সময়ে জ্যোতি, চন্দ্রমুখীর পাশাপাশি পোখরাজ ও এস ওয়ান আলুরও চাষ হয়। কিন্তু জমিতে জমা জলের জন্য কিছুই করে উঠতে পারেননি কৃষকরা।
advertisement
প্রশাসন পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু তাতেও আশঙ্কা কাটছে না হুগলির কৃষকদের।
আরও দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 11:37 AM IST