উল্লেখ্য, হুগলি, তারকেশ্বর বিধানসভা এলাকা রাজ্যের মধ্যে উৎকৃষ্টমানের আলুর ফলন ও রফতানির জন্য প্রসিদ্ধ। এই এলাকার অর্থনৈতিক পরিকাঠামো অধিকাংশটাই আলু চাষের উপর নির্ভর করে চাষিদের। এবছরও সেইমত আলু চাষ করেছিলেন এলাকার কৃষকরা। ফলনও যতেষ্টই ভাল হয়েছিল বলে দাবী এলাকার আলুচাষিদের। কিন্তু অসময়ে প্রাকৃতিক বিপর্যয়ে আলু চাষে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এলাকার আলুচাষিদের দাবী, সমবায় ও ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে আলুচাষ করে থাকেন তারা। আলুর ফলন হলে সেই আলু বাজারে রফতানি করেই মহাজনের ঋণ শোধ করতে হয় তাদের। কিন্তু আলু তোলার মুখে শিলাবৃষ্টিতে আলুর ক্ষতি হয়ে যাওয়ায় আলুর রফতানিও কমে যাবে, তাই কীভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়েও রীতিমত উদ্বিগ্ন তারকেশ্বর বিধানসভার আলুচাষিরা।
advertisement
আরও পড়ুন: ওঝার থেকে ছিনিয়ে সাপে কামড়ানো রোগীকে আনা হল হাসপাতালে! তারপরেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে স্থানীয় এক কৃষক তিনি জানান, এতদিন পর্যন্ত তারা পুকুর বা শ্যালো থেকে পাম্পিং সিস্টেমের মাধ্যমে তাদের জমিতে জল দিতেন। গতকাল থেকে তারা ঠিক তার বিপরীত কাজ করতে শুরু করেছেন। এখন তাদের মূল লক্ষ্য জমি থেকে জল বাইরে বার করা। জমিতে জল জমে থাকলে আলু গাছের গোড়ায় পচন ধরবে। যাতে ক্ষতি হতে পারে বিরাট সংখ্যক আলুর।
রাহী হালদার





