TRENDING:

Purulia News : কোটি কোটি টাকা নিয়ে চম্পট পোস্টমাস্টার, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে গ্রামবাসীরা, মৃতদেহ ঘরে ঢুকিয়ে যা করল লোকজন, শেষে পুলিশ আসতেই...

Last Updated:

Purulia News: টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে গ্রামবাসীদের, পাওনা টাকার দাবিতে পোস্টমাস্টারের বাড়িতে মৃতদেহ রয়েছে বিক্ষোভ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : টাকা-পয়সা সুরক্ষিত রাখতে অনেকেই পোস্ট অফিসের উপর ভরসা করেন কিন্তু সেখানেই যদি টাকা তছরুপ হয়ে যায় তখন মাথায় হাত পড়ে গ্রাহকদের। পুরুলিয়ার ঝালদা থানার পাটঝালদা গ্রামে পোস্টঅফিসে কয়েক বছর আগে কোটি টাকা তছরুপ করে পোস্টমাস্টার সৌম্য ভট্টাচার্য বলে অভিযোগ গ্রামবাসীদের।
advertisement

তারপরেই সে পালিয়ে যায়। তখন পোস্টমাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ধীরে ধীরে সেই টাকা ফেরত দিয়ে দেবেন। ‌ কিন্তু পরবর্তীতে তা তিনি অস্বীকার করেন। ‌এদিকে গ্রামের এক বাসিন্দা মুরুলী মন্ডল রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ‌পরিবারের দাবি, মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে। সৎকারের খরচের জন্য পোস্ট মাস্টারের কাকার কাছে টাকা চাইতে গেলে তিনি অস্বীকার করেন। ক্ষোভে মৃতার পরিবার ও গ্রামবাসীরা মৃতদেহ তাঁর বাড়িতে রেখে বিক্ষোভ শুরু করেন।

advertisement

আরওপড়ুন-কয়েকশো গুণ শক্তি বাড়ছে…! এক ইশারায় কাঁপবে ত্রিলোক! সূর্যের গোচরে রাজা হবে ৫ রাশি, লাগবে ‘লটারি’, অগাস্টেই ‘মালামাল’ ব্যবসায়ীরা

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেশ্বর রোহিদাস বলেন , পোস্টমাস্টার প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছে। টাকার অভাবে গ্রামের বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। অবিলম্বে তাদের সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

advertisement

View More

আরও পড়ুন-বুড়ো আঙুলের চেয়ে কি পাশের আঙুলটি বেশি লম্বা? কেমন হয় এদের চরিত্র? সৎ না কুচুটে! পায়েই লুকিয়ে আসল রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

অপরদিকে পোস্ট মাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্যের দাবি, আমি পোস্টমাস্টারের কাকা হলেও অপরাধ আমার নয়। বিষয়টি বিচারাধীন, আর আমার কাছে এখন এক টাকাও নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। ‌অবশেষে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে গভীর রাতে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : কোটি কোটি টাকা নিয়ে চম্পট পোস্টমাস্টার, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে গ্রামবাসীরা, মৃতদেহ ঘরে ঢুকিয়ে যা করল লোকজন, শেষে পুলিশ আসতেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল