TRENDING:

Kanchan Mullick: বিধায়ক নিখোঁজ, উত্তরপাড়ায় জুড়ে পড়ল পোস্টার! 'অশরীরী নই, বেঁচেই আছি', জবাব কাঞ্চনের

Last Updated:

দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে এলাকার তৃণমূল নেতাদেরও দাবি, নিয়মিত উত্তরপাড়ায় আসেন কাঞ্চন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রানা কর্মকার, উত্তরপাড়া: শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রার পালের পর এবার কাঞ্চন মল্লিক৷ উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের নামেও এবার পড়ল নিখোঁজ পোস্টার৷ যদিও পোস্টার পড়ার পরই সমাজমাধ্যমে কাঞ্চনের বার্তা, তিনি নিয়মিত উত্তরপাড়ায় তাঁর বিধানসভা এলাকায় যান এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন৷
কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার৷
কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার৷
advertisement

এ দিন সকাল থেকেই উত্তরপাড়া বিধানসভা এলাকার হিন্দমোটর, কোতরং সহ বেশ কয়েকটি জায়গায় কাঞ্চন মল্লিকের নাম ও ছবি দিয়ে একাধিক পোস্টার পড়ে৷ তাতে উত্তরপাড়ার বিধায়ককে নিখোঁজ বলে উল্লেখ করে সন্ধান চাওয়া হয়৷ যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট হয়নি৷ বিষয়টি নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানউতোরও শুরু হয়৷

advertisement

আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে আপত্তি, বাড়িতে ঢুকে নাবালিকাকে তুলে নিয়ে গেল তৃণমূলের যুব নেতা

দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে এলাকার তৃণমূল নেতাদেরও দাবি, নিয়মিত উত্তরপাড়ায় আসেন কাঞ্চন৷ বিজেপি-ই চক্রান্ত করে এই পোস্টার দিয়েছে বলে অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল নেতারা৷

পোস্টার পড়ার ঘটনা সামনে আসার কিছুক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে বার্তা দেন কাঞ্চন৷ তিনি বলেন, 'আজকেও সকাল থেকে আমি উত্তরপাড়াতেই রয়েছি৷ কোন্ননগর ঘুরে উত্তরপাড়ায় নিজের অফিসে এলাম৷ আমি অশরীরী নই, আত্মাও নই, বেঁচেই আছি৷ চাইলেই আমার দেখা পাওয়া যায়৷ আমি উত্তরপাড়ায় আৃমার বিধানসভার মানুষের পাশে ছিলাম, আছি, থাকব৷ কেউ যদি ইচ্ছে করে আমার সঙ্গে দেখা না করতে চান, তাহলে তো কিছু করার নেই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সম্প্রতি আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেও একই ভাবে নিখোঁজ পোস্টার পড়েছিল৷ তৃণমূল ঘটনার দায় তাদের উপরে চাপালেও উত্তরপাড়ার বিজেপি নেতা সঞ্জয় বণিকের অবশ্য দাবি, 'সুখ দুঃখের সাথী হিসেবে ওনাকে মানুষ পাচ্ছে না, সেই কারণেই এই পোস্টার পড়েছে৷'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kanchan Mullick: বিধায়ক নিখোঁজ, উত্তরপাড়ায় জুড়ে পড়ল পোস্টার! 'অশরীরী নই, বেঁচেই আছি', জবাব কাঞ্চনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল