TRENDING:

Kanchan Mullick: বিধায়ক নিখোঁজ, উত্তরপাড়ায় জুড়ে পড়ল পোস্টার! 'অশরীরী নই, বেঁচেই আছি', জবাব কাঞ্চনের

Last Updated:

দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে এলাকার তৃণমূল নেতাদেরও দাবি, নিয়মিত উত্তরপাড়ায় আসেন কাঞ্চন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রানা কর্মকার, উত্তরপাড়া: শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রার পালের পর এবার কাঞ্চন মল্লিক৷ উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের নামেও এবার পড়ল নিখোঁজ পোস্টার৷ যদিও পোস্টার পড়ার পরই সমাজমাধ্যমে কাঞ্চনের বার্তা, তিনি নিয়মিত উত্তরপাড়ায় তাঁর বিধানসভা এলাকায় যান এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন৷
কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার৷
কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার৷
advertisement

এ দিন সকাল থেকেই উত্তরপাড়া বিধানসভা এলাকার হিন্দমোটর, কোতরং সহ বেশ কয়েকটি জায়গায় কাঞ্চন মল্লিকের নাম ও ছবি দিয়ে একাধিক পোস্টার পড়ে৷ তাতে উত্তরপাড়ার বিধায়ককে নিখোঁজ বলে উল্লেখ করে সন্ধান চাওয়া হয়৷ যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট হয়নি৷ বিষয়টি নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানউতোরও শুরু হয়৷

advertisement

আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে আপত্তি, বাড়িতে ঢুকে নাবালিকাকে তুলে নিয়ে গেল তৃণমূলের যুব নেতা

দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে এলাকার তৃণমূল নেতাদেরও দাবি, নিয়মিত উত্তরপাড়ায় আসেন কাঞ্চন৷ বিজেপি-ই চক্রান্ত করে এই পোস্টার দিয়েছে বলে অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল নেতারা৷

পোস্টার পড়ার ঘটনা সামনে আসার কিছুক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে বার্তা দেন কাঞ্চন৷ তিনি বলেন, 'আজকেও সকাল থেকে আমি উত্তরপাড়াতেই রয়েছি৷ কোন্ননগর ঘুরে উত্তরপাড়ায় নিজের অফিসে এলাম৷ আমি অশরীরী নই, আত্মাও নই, বেঁচেই আছি৷ চাইলেই আমার দেখা পাওয়া যায়৷ আমি উত্তরপাড়ায় আৃমার বিধানসভার মানুষের পাশে ছিলাম, আছি, থাকব৷ কেউ যদি ইচ্ছে করে আমার সঙ্গে দেখা না করতে চান, তাহলে তো কিছু করার নেই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লোকাল ১৮ বাংলার খবরের জের! যোগদান প্রধান শিক্ষকের, ১৫ দিন পর চালু হল মিড-ডে-মিল
আরও দেখুন

সম্প্রতি আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেও একই ভাবে নিখোঁজ পোস্টার পড়েছিল৷ তৃণমূল ঘটনার দায় তাদের উপরে চাপালেও উত্তরপাড়ার বিজেপি নেতা সঞ্জয় বণিকের অবশ্য দাবি, 'সুখ দুঃখের সাথী হিসেবে ওনাকে মানুষ পাচ্ছে না, সেই কারণেই এই পোস্টার পড়েছে৷'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kanchan Mullick: বিধায়ক নিখোঁজ, উত্তরপাড়ায় জুড়ে পড়ল পোস্টার! 'অশরীরী নই, বেঁচেই আছি', জবাব কাঞ্চনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল