সোহেল রানা এবং তাঁর কাকা খলিলউদ্দিন শেখকে বাড়িতে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁদেরই আত্মীয় রহিদুল শেখকেও একই কায়দায় খুন করা হয়েছে । রাতভর চলে বোমাবাজি। বোমাবাজিতে আহত দুই তৃণমূলকর্মী। নিখোঁজ আরও এক।
লোকসভা ভোট ঘোষণার পর গত ১৮ মার্চ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন সোহেলের বাবা ডোমকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলতাফ হোসেন। সেই সময়ও হামলা হয় তাঁর আত্মীয় রহিদুল শেখের ওপর। এক সপ্তাহ আগেই জামিনে ছাড়া পেয়েছে আলতাফখুনের অভিযুক্তরা। আলতাফের ভাই খলিলউদ্দিনকেও একাধিকবার হুমকি দেয় দুষ্কৃতীরা।
advertisement
তৃণমূলের অভিযোগ, এই খুনের পিছনে রয়েছে সিপিএম ও কংগ্রেস।
লোকসভা ভোটের দিন সকালেই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে ডোমকলে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর জাহানারা বিবির স্বামী পোজাম্মেল আনসারি। পরে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কংগ্রেসের অবশ্য দাবি, নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকতেই তাঁদের উপর বারবার দায় চাপাচ্ছে তৃণমূল। এই ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছে পুলিশ। একাধিক সন্দেহভাজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।