আরও পড়ুন: বছর শেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক রায়চক ফোর্ট
সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হারানো মানুষকে আরও দ্রুত তার পরিবারের কাছে পৌঁছে দিতে তৈরি হয়েছে পোর্টাল myham.in এই পোর্টালে দ্রুততার সঙ্গে পোস্ট করা হবে হারানো মানুষের ছবি। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার মানুষ সাগরে আসেন, অনেকেরই ভাষা ঠিক মত বোঝা যায়না। তখন অসুবিধা হত বিস্তর, অসুস্থ হয়ে পড়া পূণ্যার্থীরা, যারা নিজের নামটুকুও বলতে পারেনা অনেকসময় এবার তাদের ছবি আপলোড করা হবে ওয়েবসাইটে।
advertisement
রইল ওয়েব সাইটের লিঙ্ক
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফলে সহজেই ছড়িয়ে পড়বে এই ছবি। অসুস্থ হয়ে কথা বলতে না পারা মানুষ, ভিন্ন প্রদেশের ভাষা বুঝতে না পারা মানুষ, ভয়ে নিজের ঠিকানা বলতে না পারা হারিয়ে যাওয়া মানুষ, অথবা মৃত মানুষ, সবাইয়ের কাছেই ত্রাতা হবে এই পোর্টাল সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক