সম্প্রতি স্থানীয়রা অভিযোগ করেছেন, পরিত্যক্ত ছাত্রাবাস থেকে পড়ুয়াদের সরিয়ে আনা হলেও তার বাথরুম এবং সেপটিক ট্যাঙ্ক থেকে এলাকায় দূষণ ছড়িয়ে পড়ছে। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এই ঘটনার দ্রুত সমাধান ছাইছেন স্থানীয়রা। এই নিয়ে স্থানীয় বাসিন্দা সুজাউদ্দিন জ্বালানি জানান, অবিলম্বে পরিত্যক্ত ছাত্রাবাসটির দূষণ বন্ধ না করলে এলাকার পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
advertisement
আরও পড়ুন: রথযাত্রায় নতুন জামা-কাপড় ‘ওঁদের’ জন্য!
স্থানীয়দের আরও অভিযোগ, স্কুলের পক্ষ থেকে বারবার ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হলেও তারা নিজেদের ভূমিকা সম্বন্ধে চরম অসচেতন। খোদ স্কুল প্রাঙ্গণ হয়ে উঠেছে ডেঙ্গির আখড়া। এদিকে স্কুল কর্তৃপক্ষ সমস্ত ঘটনা মেনে নিয়ে জানিয়েছে, তারা গোটা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। সেখান থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
নবাব মল্লিক