দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ রবিবার সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক অঞ্চল। সিইও-কে ফোন ডেপুটি নির্বাচন কমিশনারের। তবে, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বিকেল ৩টে পর্যন্ত ভোটদানের হার ৭০.৩১%।
ষষ্ঠ দফার ভোটে ভোটগ্রহণ দেশের ৫৯টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও ভোট হবে দিল্লির ৭টি কেন্দ্রে। রয়েছে উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসনে। ভোটগ্রহণ মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও। এই দফায় নজরে থাকা বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছেন মনোজ তিওয়ারি, মিনাক্ষী লেখি, গৌতম গম্ভীর, রাধামোহন সিং, মানেকা গান্ধি, হর্ষ বর্ধন। কংগ্রেসের প্রার্থীদের মধ্যে নজরে রয়েছেন শীলা দীক্ষিত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেন্দ্র সিং। ষষ্ঠ দফায় নজরে থাকছেন প্রার্থী অখিলেশ সিং যাদবও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 5:12 PM IST