এই গ্রাম দেখতে গেলে আপনাদের যেতে হবে বীরভূমের লাল মাটির শহর বোলপুরে। বোলপুর মূলত শান্তিনিকেতনের জন্য বিখ্যাত। আর এই শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে গেলেই সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট থেকে দুপুরের খাওয়া-দাওয়া সেরে মাত্র এক ঘণ্টা সময় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যান মাত্র দু কিলোমিটার দূরে। কিছু দূর হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন বল্লভপুর গ্রাম। গ্রামে প্রায় ১০০ টি বাড়ি। গোটা গ্রামটিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস।
advertisement
আরও পড়ুন: এমন ফুচকার দোকান জীবনেও দেখেননি! এমন নিয়ম আর স্বাদ, ছুটে যেতেই হবে আপনাকে
গোটা গ্রাম ঘুরে দেখা যাবে আদিবাসী সম্প্রদায়ের নিজেদের কারুকার্য। মূলত ডিসেম্বর মাস থেকে গ্রামের মানুষ তাদের বাড়ির দেওয়াল জুড়ে শুরু করেন বিভিন্ন রকমের ছবি আঁকতে ও কারুকার্য করতে। তাদের এই কারুকার্য চলে দু মাস ধরে। তবে এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। তাদের বাড়ির দেওয়ালের এই সমস্ত কারুকার্য থাকে ছ মাস। বর্ষাকাল পড়তেই এই কারুকার্য ধুয়ে মুছে সাফ হয়ে যায় বৃষ্টির জলে। আর সেই কারণেই তাদের আবার ডিসেম্বরের শুরুতে কারুকার্য শুরু করতে হয়।
আরও পড়ুন: হাতে মাত্র দু’দিনের ছুটি! ঘুরে আসুন বোলপুরের পাশেই রাইপুর জমিদারবাড়ি
একসময় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে এই আদিবাসী গ্রামে হঠাৎই নেমে পড়েন কনভয় থামিয়ে এই গ্রামের শিল্পকলা দেখতে। শুধু তিনিই নন, শান্তিনিকেতন বেড়াতে এসে অনেকেই এই গ্রামে একবার ঢু মেরে যান আদিবাসী শিল্পকলার এই অপূর্ব কাজ দেখতে।
সৌভিক রায়