TRENDING:

West Bengal news: রাজনৈতিক অশান্তি থামছে না মুর্শিদাবাদে, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

Last Updated:

West Bengal news: শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটলেও রাজনৈতিক অশান্তি কমছে না মুর্শিদাবাদ জেলায়। বিজয় মিছিল শেষে তৃণমূলের বুথ সভাপতি- সহ তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটলেও রাজনৈতিক অশান্তি কমছে না মুর্শিদাবাদ জেলায়। বিজয় মিছিল শেষে তৃণমূলের বুথ সভাপতি- সহ তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।
মুর্শিদাবাদে অশান্তি
মুর্শিদাবাদে অশান্তি
advertisement

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের জয়ের উচ্ছ্বাসে বৃহস্পতিবার হরিহরপাড়া থানার খামার মাটি এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী- সমর্থকেরা বিজয় মিছিল বার করেন। অভিযোগ মিছিল শেষ হতেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের লোহার রড, লাঠি দিয়ে বেধরক মারধর করতে শুরু করে।

আরও পড়ুন: আগামী দু’-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দুই জেলায়

advertisement

তৃণমূলের বুথ সভাপতি- সহ আরও ৮ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনার জেরে আহত বুথ সভাপতি নুর সেলিম বলেন, আমাদের বিজয় মিছিল শেষ করার পরেই সিপিএম কর্মীর গাড়ির জানলার কাঁচ ভাঙা নিয়ে আমাদের সঙ্গে অশান্তি শুরু করে। তারপরেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে। অনেকেই আহত হয়েছে। আমি থানায় অভিযোগ জানিয়েছি। যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে বিজয় মিছিল চলাকালীন এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের। ঘটনাটি ঘটেছে সালার থানার মহাজন পট্টি এলাকায়। অভিযোগ তৃণমূলের কর্মীরা বিজয় মিছিল চলাকালীন গোবিন্দচন্দ্র দে নামের ওই ব্যবসায়ীর দোকানে ঢুকে ভাঙচুর করে ও তাকে মারধর করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনা। গুরুতর আহত ওই ব্যবসায়ী সালার থানার লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ব্যবসায়ী। আহত ব্যবসায়ী গোবিন্দচন্দ দে বলেন, “আগে আমি বিজেপি দল করতাম। তবে এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত না। সালারে তৃণমূলের ভালো ফল না করতে পারাই রাজনৈতিক হিংসার কারনেই আমার উপর হামলা করা হয়”।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: রাজনৈতিক অশান্তি থামছে না মুর্শিদাবাদে, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল