দুর্গাপুর সিটি সেন্টারে থাকা রাজু ঝায়ের বিলাসবহুল হোটেলটিও এই মৃত্যুর সঙ্গে জড়িয়েছে। তাই ঘটনার তদন্তে সিটি সেন্টারের ওই হোটেলে এলেন পুলিশের দুই কর্তা। দুটি পৃথক পৃথক গাড়িতে রবিবার সন্ধ্যার দিকে হোটেলে হাজির হন বর্ধমান সার্কেলের সিআই এবং শক্তিগড় থানার আইসি। যদিও তদন্ত সম্পর্কে মুখ খুলতে চাননি পুলিশকর্তারা।
আরও পড়ুনঃ সাবধান! ব্যাপক তান্ডব চালাবে কালবৈশাখী, তছনছ হবে জেলা, সতর্কতা জারি করল হাওয়া অফিস
advertisement
উল্লেখ্য, রাজু ঝাঁয়ের মৃত্যুতে ১২ সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পাশাপাশি গতকাল রবিবার ঘটনাস্থলে গিয়েছিল ফরেনসিক টিম। খবর সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বারটি কার্তুজের খোল উদ্ধার করেছে ফরেনসিক টিম। পাশাপাশি যে নীল গাড়িটি উদ্ধার করা হয়েছে, সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ নমুনা মিলেছে বলে খবর।
অন্যদিকে, সূত্র জানা গিয়েছে, রাজু ঝাঁয়ের মৃত্যুতে যে আব্দুল লতিফ যোগ উঠে আসছে, সেই আব্দুল লতিফ ঘটনার আগের দিন দুর্গাপুরের ওই হোটেলে ছিলেন। এমনকি তারা দুর্গাপুর থেকে একসঙ্গে রওনা দিয়েছিলেন বলে খবর। কিন্তু খুনের ঘটনার পর থেকে হদিস নেই আব্দুল লতিফের। সেই ঘটনার তদন্তের স্বার্থে হোটেলে এলেন পুলিশের দুই কর্তা। তবে হোটেল থেকে কি সূত্র পাওয়া গিয়েছে, কি নমুনা বা প্রমাণ পাওয়া গিয়েছে, এ বিষয়ে মুখ খুলতে চাননি তারা।
Nayan Ghosh