TRENDING:

Krishnanagar Murder Update: গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ ছিল ঈশিতার? কৃষ্ণনগর কাণ্ডে পুলিশের মনেই প্রশ্ন

Last Updated:

সোমবার দুপুরে ছক কষে বাড়িতে ঢুকে ওই কলেজ ছাত্রীকে দেশরাজ খুন করেছে, তাতে ঈশিতার সঙ্গে অভিযুক্তের গোপনে যোগাযোগের কথা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা৷ পু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: দেশরাজের থেকে দূরে রাখতেই মেয়েকে কৃষ্ণনগরের বাড়িতে ফিরিয়ে এনেছিল মল্লিক পরিবার৷ কিন্তু পরিবার না চাইলেও কি গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ রাখছিল ঈশিতা?
ঈশিতা-দেশরাজের সম্পর্ক কি সত্যিই ছিন্ন হয়েছিল?
ঈশিতা-দেশরাজের সম্পর্ক কি সত্যিই ছিন্ন হয়েছিল?
advertisement

কৃষ্ণনগরের মানিকপাড়ায় যেভাবে সোমবার দুপুরে বাড়িতে ঢুকে ঈশিতাকে খুন করেছে দেশরাজ, তাতে দু জনের মধ্যে গোপনে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ যদিও যতক্ষণ না অভিযুক্ত দেশরাজকে গ্রেফতার করা হচ্ছে, এ বিষয়ে নিশ্চি হতে পারছেন না তদন্তকারীরা৷

তদন্তকারীদের দাবি, যেভাবে সোমবার দুপুরে ছক কষে বাড়িতে ঢুকে ওই কলেজ ছাত্রীকে দেশরাজ খুন করেছে, তাতে ঈশিতার সঙ্গে অভিযুক্তের গোপনে যোগাযোগের কথা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা৷ পুলিশ আরও জানতে পেরেছে, কৃষ্ণনগরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ থেকে বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করার জন্য ভর্তি হয়েছিল দেশরাজ৷ ঈশিতার সঙ্গে যোগাযোগ রাখতেই দেশরাজ কৃষ্ণনগরের কলেজে ভর্তি হয়েছিল কি না, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের৷

advertisement

ম ওই সময় ঈশিতার বাবা অফিসে থাকেন, মা স্কুলে যান ঈশিতার ভাইকে আনতে৷ সেই সুযোগেই দেশরাজ ঈশিতাদের বাড়ির দোতলায় উঠে যায়৷ ওই সময় যে ঈশিতাদের বাড়ি ফাঁকা থাকে, তা দেশরাজ কী ভাবে জানল, এই প্রশ্ন উঁকি দিয়েছে তদন্তকারীদের মনে৷ ঈশিতার থেকেই দেশরাজ এই খবর পেয়ে থাকতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশও৷

advertisement

আরও পড়ুন: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত কাঁচরাপাড়ায় থেকে পড়াশোনা করে ঈশিতা৷ বয়সের ফারাক থাকলেও দু জনে সহপাঠীই ছিল৷ সেই সময়ই দেশরাজের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ঈশিতার৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২৩ সালে ঈশিতা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়ার পর তাঁকে কৃষ্ণনগরে নিয়ে চলে আসে তাঁর পরিবার৷ এর পর থেকেই ঈশিতার সঙ্গে যোগাযোগ কমে যায় দেশরাজের৷ কিন্তু দু জনের মধ্যে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: গোপনে দেশরাজের সঙ্গে যোগাযোগ ছিল ঈশিতার? কৃষ্ণনগর কাণ্ডে পুলিশের মনেই প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল