যদিও এই সিসি ক্যামেরার নজরদারি হাওড়া জেলায় আগে থেকেই রয়েছে। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ। যত সংখ্যা বাড়বে ক্যামেরায়, নজরদারি হবে তত নিখুঁত। এবার একসঙ্গে প্রায় একশত অধিক সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।বিভিন্ন সংস্থা এবং উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদের সহযোগিতায় সিসি ক্যামেরা প্রতিস্থাপন জেলার বিভিন্ন এলাকায়। জেলার গুরুত্বপূর্ণ স্থান রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক’কে বেছে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচলা এবং জগৎবল্লভপুর এলাকার গুরুত্বপূর্ণ কিছু স্থানে প্রায় ৫০ টি সিসি ক্যামেরা লাগান হয়। অন্যদিকে রানিহাটি থেকে কোলাঘাট জাতীয় সড়কের প্রায় ৪০ কিলোমিটার পথ সিসি ক্যামেরায় পুলিশের আরও বেশি নজরদারি রাখতে। সংসদ তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কাজও দ্রুত সম্পন্ন করা বলেই জানা গেছে।
advertisement
এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার, সুবিমল পাল জানান, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন স্তরে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের নজরদারি, ফলে অপরাধমূলক ঘটনা কমবে বলেই আশাবাদী।