TRENDING:

Howrah News: আরও নিখুঁত হতে চলেছে হাওড়া গ্রামীণ এলাকায় পুলিশি নজরদারি!

Last Updated:

অপরাধ নিয়ন্ত্রণে জেলায় বাড়ছে সিসি ক্যামেরায় নজরদারি! অপরাধ দমন ও আইনশৃঙ্খলার সুবিধার্থে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিসি ক্যামেরার, হাওড়া গ্রামীণ এলাকায় আরো বেশি সংখ্যক সিসি ক্যামেরা প্রতিস্থাপন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: অপরাধ নিয়ন্ত্রণে জেলায় বাড়ছে সিসি ক্যামেরায় নজরদারি! অপরাধ দমন ও আইনশৃঙ্খলার সুবিধার্থে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিসি ক্যামেরার। পুলিশি নজরদারি বা টহলদারির পাশাপশি আধুনিক প্রযুক্তিতে সিসি ক্যামেরা সুবিধা জনক। জাতীয় সড়কে ঘাতক গাড়িকে চিহ্নিতকরণ বা অপরাধ কারীর গতিবিধি নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিসি ক্যামেরা। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কম সময়ে নিখুঁত সহায়তা পাওয়া সম্ভব। সেই দিক গুরুত্ব রেখে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে আরও সিসি ক্যামেরা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়।
advertisement

যদিও এই সিসি ক্যামেরার নজরদারি হাওড়া জেলায় আগে থেকেই রয়েছে। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ। যত সংখ্যা বাড়বে ক্যামেরায়, নজরদারি হবে তত নিখুঁত। এবার একসঙ্গে প্রায় একশত অধিক সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।বিভিন্ন সংস্থা এবং উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদের সহযোগিতায় সিসি ক্যামেরা প্রতিস্থাপন জেলার বিভিন্ন এলাকায়। জেলার গুরুত্বপূর্ণ স্থান রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক’কে বেছে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচলা এবং জগৎবল্লভপুর এলাকার গুরুত্বপূর্ণ কিছু স্থানে প্রায় ৫০ টি সিসি ক্যামেরা লাগান হয়। অন্যদিকে রানিহাটি থেকে কোলাঘাট জাতীয় সড়কের প্রায় ৪০ কিলোমিটার পথ সিসি ক্যামেরায় পুলিশের আরও বেশি নজরদারি রাখতে। সংসদ তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কাজও দ্রুত সম্পন্ন করা বলেই জানা গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভ্রাতৃদ্বিতীয়ায় গাছের কপালে ফোঁটা! হাওড়ায় পালিত হল ২০ বছরেরও বেশি প্রাচীন প্রথা
আরও দেখুন

এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার, সুবিমল পাল জানান, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন স্তরে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশের নজরদারি, ফলে অপরাধমূলক ঘটনা কমবে বলেই আশাবাদী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আরও নিখুঁত হতে চলেছে হাওড়া গ্রামীণ এলাকায় পুলিশি নজরদারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল