অপরদিকে রাণীগঞ্জ এলাকায় একাধিক বাইক চুরির ঘটনার অভিযোগ পাওয়ার পর, তদন্তে নেমে রানীগঞ্জ থানার পুলিশ অজয় ভুঁইয়া নামে এক কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করে। পুলিশ ধৃতকে আদালতে তুললে, আদালত সাত দিনের পুলিশি হেফাজত দেয়। পুলিশি হেফাজত পেয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একটি স্কুটি সহ তিনটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলির মধ্যে দুটি জামুরিয়া এলাকা ও বাকি দুটি রানীগঞ্জ এলাকা থেকে চুরি করেছিল বলে জেরায় অভিযুক্ত স্বীকার করেছে।
advertisement
আরও পড়ুনঃ ভিডিও কলে সতীর্থের বান্ধবীর সঙ্গে যৌন বার্তালাপ! বাবর আজম বিতর্ক নিয়ে মুখ খুলল পিসিবি
এই বিষয়ে রানীগঞ্জ থানার আইসি সুদীপ দাশগুপ্ত জানান, রানীগঞ্জ শহর জুড়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই ক্যামেরার সূত্র ধরেই এই দুটি ঘটনায় সফলতা এসেছে। বাইক চুরি প্রসঙ্গে সুদীপ দাশগুপ্ত বলেন, এর আগেও অজয় ভুঁইয়াকে বাইক চুরির অভিযোগে দু'বার গ্রেফতার করা হয়েছিল। এখনও পর্যন্ত তার কাছ থেকে মোট সাতটি বাইক উদ্ধার করা হয়েছে।
Nayan Ghosh