পাশাপাশি ঝড়খালি এলাকাতেও নাকা তল্লাশি চালানো হয়। সুন্দরবনে আগত প্রায় সমস্ত লঞ্চ, ভুটভুটিগুলিতে তল্লাশি চালালেন পুলিশ কর্মীরা। সন্দেহজনক কোন জলযান দেখলেই সেগুলিতে উঠে যাত্রী থেকে শুরু করে মাঝি সকলকেই জিজ্ঞাসাবাদ ও জলযানের অভ্যন্তরে তল্লাশি চালায় পুলিশ। তবে এদিনও এই তল্লাশি অভিযান থেকে তেমন কিছু উদ্ধার হয়নি। সন্দেহজনক কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: শেষ টেস্টের আগেই বড় সিদ্ধান্ত নিলেন রোহিত! বড় কথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক!
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক দিন আগে ক্যানিংয়ের ঢালি পাড়া এলাকা থেকে জাভেদ মুন্সি নামে এক জঙ্গিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ। সেই ঘটনার পর থেকেই এই এলাকার নিরাপত্তা আঁটসাঁট করতে নানা ধরনের অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। আগামিতে অনুপ্রবেশ রুখতে আরও কঠোর হতে পারে পুলিশ-প্রশাসন।
সুমন সাহা