ফের একবার মধুচক্রের আসরের সন্ধান মিলল লালবাগের একটি হোটেলে। লালবাগের একের পর এক হোটেল থেকে মধুচক্রের সন্ধান মেলায় চিন্তিত ও উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া একটি বেসরকারি হোটেলে মহিলাদের নিয়ে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎই অভিযান চালায়। উদ্ধার করা হয় আটজন মহিলাকে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।
advertisement
পুলিশ ধৃতদের বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লালবাগের একাধিক হোটেলের বিরুদ্ধে মধুচক্রের আসর বসানো ও মহিলাদের এনে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠছে। হোটেলের ব্যবসা চালু রাখতেই কি মহিলাদের এনে মধুচক্রের আসর বসানো হচ্ছে, উঠছে প্রশ্ন।
হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই সেখানে মধুচক্রের আসর বসত বলে পুলিশ হোটেল মালিক ও ম্যানেজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। পুলিশ আগেও মধুচক্রের আসর ভঙ্গ করেছে। তবে পুলিশের ধারণা ধৃত এই ছ’জনকে জিজ্ঞেসাবাদ করলে শহরজুড়ে মধুচক্রের আরও অনেক তথ্য মিলবে। ওই হোটেল থেকে বিয়ার ও অন্যান্য আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, এভাবে হোটেলগুলিতে অবৈধ কারবার চললে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শহরের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। তাছাড়া পর্যটকদের কাছে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সম্পর্কে খারাপ বার্তা যাচ্ছে। এজন্য ভবিষ্যতে পর্যটকের আনাগোনা কমতে পারে। শহরের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে পুলিশি অভিযান চালানো হোক।
কৌশিক অধিকারী