TRENDING:

বাতিল সিমেন্টে মেশানো হত গঙ্গামাটি, চড়া লাভে চলছে জাল সিমেন্টের কারবার

Last Updated:

নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভুয়ো সিমেন্ট তৈরির চক্রের ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়না: লরিতে আসত গঙ্গামাটি। সঙ্গে আসত বহুজাতিক কোম্পানির বাতিল সিমেন্ট। তাতেই গঙ্গামাটি মিশিয়ে বাজারে চালান। বস্তা পিছু লাভ দু’শো টাকা। রায়নার জাল সিমেন্ট চক্রে নিউজ এইটিন বাংলার অন্তর্তদন্ত।
advertisement

গত দু’বছর ধরে রাজ্য সড়কের পাশে জেলা পুলিশের নাকের ডগায় চলছিল এই কারখানা। বিভিন্ন বহুজাতিক কোম্পানির বস্তায় বিক্রি হত সিমেন্টের নামে গঙ্গামাটি। রোজ তিনশো থেকে পাঁচশো বস্তা ভুয়ো সিমেন্ট তৈরি হত এই কারখানায়। নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভুয়ো সিমেন্ট তৈরির চক্রের ছবি।

আরও পড়ুন: এবার ‘আতঙ্কের’ বর্ষা নয়, বাঁধ তৈরি করে বন্যা মোকাবিলায় তৈরি হয়েছে ঘাটাল

advertisement

বর্ধমান-আরামবাগ রোডের পাশে বাঁকুড়া মোড়। এই রাস্তার পাশেই দক্ষিণ দমোদর হিমঘর। এই হিমঘরের পিছনেই গত দু’বছর ধরে চলছিল ভেজাল সিমেন্ট তৈরির কারখানা। বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জায়গা থেকেই এই কারখানায় আসত বিভিন্ন কোম্পানির সিমেন্টের বস্তা। সঙ্গে আসত গঙ্গামাটি। দুয়ের মিশ্রণেই তৈরি হত ভেজাল সিমেন্ট। নিউজ এইটিন বাংলার খবরের জেরে ওই কারখানায় হানা দিয়ে ১৫৫৪ বস্তা জাল সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়েই কারখানায় হানা দেন জেলার দুর্নীতি দমন শাখার অফিসাররা। গ্রেফতার হয় কারখানার মালিক ও ম্যানেজার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাতিল সিমেন্টে মেশানো হত গঙ্গামাটি, চড়া লাভে চলছে জাল সিমেন্টের কারবার