TRENDING:

Police Patrol: ক্যানিং শহরে রাতভর পুলিশের টহলদারি

Last Updated:

Police Patrol: রাতে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে পুলিশ কর্মীরা মোটরবাইকে টহল দিতে শুরু করেছেন। গোটা শহর জুড়ে শুরু হয়েছে এই টহলদারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এক দিকে যেমন রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল চলছে, তেমনই নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে পথে নেমেছে মানুষ। সম্প্রতি ক্যানিং থানা এলাকায় একাধিক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। পুলিশের তৎপরতায় অভিযুক্তেরা গ্রেফতারও হয়েছে। কিন্তু তাতেও এলাকার মানুষের আতঙ্ক ও দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়নি।।
মাঝরাতেই পুলিশের টহল 
মাঝরাতেই পুলিশের টহল 
advertisement

আরও পড়ুন: ছাত্রীদের উৎসাহ দিতে প্রধান শিক্ষিকা যা করলেন! এমনটা আপনার কল্পনাতেও আসবে না

ক্যানিং এলাকায় একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এর পরই রাতে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে পুলিশ কর্মীরা মোটরবাইকে টহল দিতে শুরু করেছেন। গোটা শহর জুড়ে শুরু হয়েছে এই টহলদারি। টহল নিয়মিত চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

advertisement

এই প্রসঙ্গে ক্যানিংয়ের আইসি বলেন, এমনিতেই আমরা সারা রাত ক্যানিং থানা এলাকার বিভিন্ন প্রান্তে টহলদারি করি। তবে সেই টহল আরও বাড়ানো হল। রাতের ট্রেনে যাঁরা ফেরেন তাঁরাও যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শুধু নারী বা পুরুষ নয়, সকলের নিরাপত্তার জন্যই এই নজরদারি বাড়ানো হয়েছে। ক্যানিংয়ের বাসিন্দা অনসূয়া রায়, দীপান্বিতা সেন বলেন, আরজি কর কাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয় সেই দাবিতেই আরজি কর কাণ্ডে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে যেমন এই বিক্ষোভ, আন্দোলন চলছে। তিনি পুলিশের এই নতুন উদ্যোগের প্রশংসাও করেন। পাশাপাশি জানান, এই নজরদারি নিয়মিত চললে তবেই সকলে নিরাপদ বোধ করবে। রাতে ক্যানিং শহরে টহলের পাশাপাশি হাসপাতালেও টহল দেয় পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Patrol: ক্যানিং শহরে রাতভর পুলিশের টহলদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল