আইন হাতে তুলে নিয়ে মারধরের ঘটনায় আইনত কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানুষকে এই বিষয়ে সচেতন করার কাজেও শুরু হয়েছে। পুরসভা, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের মাধ্যমে গণপিটুনি ঠেকাতে প্রচার চলছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সরাসরি মাইকিং করে প্রচার চালানো হচ্ছে হুগলি জেলার বিভিন্ন ব্লকে। তারকেশ্বর থানার রানাবাঁধ গ্রামে চোর সন্দেহে মারধরের ঘটনায় মৃত্যুর পর সেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: গেরস্থের ঘর ভেঙে ধান খেয়ে গেল হাতি!
টোটো-তে মাইক লাগিয়ে পুলিশ সরাসরি জনসাধারণের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছে। এদিন গোটা তারকেশ্বর শহর জুড়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে গণপিটুনি প্রতিরোধের বিষয়ে প্রচার করা হয়। সেখানে জানানো হয়, আপনার এলাকায় কোনও অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলে তৎক্ষণাৎ তারকেশ্বর থানার সঙ্গে যোগাযোগ করুন। তবে কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সেই বিষয়টিও বলা হয়েছে।
রাহী হালদার