সোমবার শান্তিনিকেতন থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, দুর্গাপুজোর পর থেকে বোলপুর, শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অন্তর্গত এলাকাগুলিতে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটি মন্দির থেকে সোনা, রুপোর অলঙ্কার ও বাসনপত্র চুরি যাওয়ার ঘটনাও রয়েছে।
advertisement
পুলিশের টানা তদন্তের ফলে ইতিমধ্যেই চুরি যাওয়া সামগ্রীগুলির বেশিরভাগই উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বোলপুরের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। চোরাই সোনা কেনাবেচার অভিযোগ উঠেছে ওই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না ও বাসন উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আরও কয়েকটি জায়গা পুলিশের নজরে রয়েছে এবং চুরির সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত দ্রুত গতিতে চলছে। বোলপুর, শান্তিনিকেতন ও ইলামবাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
